নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহে 'বাংলা সেরা'র মুকুট উঠলো চেনা ধারাবাহিকের মাথায়। বরাবরের মতোই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করলো 'ফুলকি'। প্রাপ্ত নম্বর ৭.২। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক 'কথা' ও 'গীতা এলএলবি'। যৌথভাবে দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'। টলিপাড়ার কানাঘুষো নতুন ধারাবাহিকের ভিড়ে নাকি বন্ধ হতে বসেছে পর্ণা-সৃজনের গল্প। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭

 

 

একের পর এক টুইস্টের মিশেলে জমে উঠেছে জি বাংলার 'জগদ্বাত্রী'। ৬.৫ নম্বরে চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী-সয়ম্ভূর গল্প। পঞ্চমে ৬.৩ নম্বরে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। কিছুদিন আগেই বাড়িতে বাঘ ঢোকার পর্ব নিয়ে বেশ চর্চার শিকার হয়েছিল এই ধারাবাহিক। 

 

 

ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার 'উড়ান'। প্রাপ্ত নম্বর ৫.৮। সপ্তমে ৫.৭ নম্বরে রয়েছে 'শুভ বিবাহ'। অষ্টমে ৫.৬ নম্বর পেয়ে রয়েছে 'রোশনাই'। নবমে জোড়া জলসার ধারাবাহিক। 'অনুরাগের ছোঁয়া' ও 'রাঙামতি তিরন্দাজ'-এর যৌথভাবে প্রাপ্ত নম্বর ৫.৫। দশমে ৫.৪ নম্বরে রয়েছে 'তেঁতুলপাতা'। 

 

 

চলতি সপ্তাহে বেশ ভাল ফল করেছে স্টার জলসার ধারাবাহিক। টিআরপিতে এই ঝলকই ফুটে উঠেছে। এদিকে আসছে বেশকিছু নতুন ধারাবাহিক। ফিরছেন ছোটপর্দার পরিচিত মুখও। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন ধারাবাহিকের দখলে থাকে সেরার সেরা তকমা এখন সেটাই দেখার।