নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় আবার নতুন প্রেম? অনেকদিন ধরেই গুঞ্জন চলছে তাঁদের প্রেমের খবরের। এবার খবর, চুটিয়ে প্রেম করছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং আয়েন্দ্রী রায়। নীলাঙ্কুরকে নিয়ে বিশেষ পোস্ট আয়েন্দ্রীর।

 

সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কোনও ছবি নেই, তবে নতুন ধারাবাহিক আসতেই বিশেষ শুভেচ্ছা বার্তা আয়েন্দ্রীর। স্টার জলসা নতুন ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়। প্রোমোতে পাইলটের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের লুক থেকে সম্পূর্ণ বেরিয়ে একদম নতুনভাবে হাজির নীলাঙ্কুর। প্রথম লুকেই দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেতা। তবে শুধুই দর্শকের নয়, আয়েন্দ্রীরও যে মন ছুঁয়েছেন তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্ট দেখে। 


টলিপাড়ায় যদিও অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল নীলাঙ্কুর ও আয়েন্দ্রীর বিশেষ বন্ধুত্বের কথা। শুটিং এর পর একে অপরের সঙ্গে দেখা করা, একসঙ্গে সময় কাটানো সবটাই খুব গোপনে রেখেছিলেন দু'জনেই। প্রেম করলেও তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাননি কেউই। সম্প্রতি, নীলাঙ্কুরের নতুন ধারাবাহিকের লুক স্টোরিতে পোস্ট করে আয়েন্দ্রী লিখেছেন, "আমি জানি তুমি এই চরিত্রের সঙ্গে সঠিক বিচার করতে পারবে।"


এই পোস্ট নীলাঙ্কুর আবার ভাগ করে ভালবাসার একটি ইমোজি দিয়েছেন। মুখে কিছু না বললেও নিজেদের ঘনিষ্ঠতার কথা সোশ্যাল মিডিয়াতে এবার বুঝিয়ে দিলেন এই জুটি।