আজকাল ওয়েবডেস্ক: দেখতে দেখতে একসঙ্গে ৩০টি বসন্ত পার করে ফেললেন কৌশিক সেন ও রেশমি সেন। ত্রিশতম বিবাহবার্ষিকীর দিন মা-বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন পুত্র ঋদ্ধি সেন। বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে, ফেসবুকে কৌশিক ও রেশমির চুম্বনরত ছবি পোস্ট করেন ঋদ্ধি। সামনে রাখা পানীয়ের গ্লাস। কিন্তু সেই গ্লাস ছেড়ে ছবিটিতে দম্পতিকে দেখা গিয়েছে পরস্পরের ঠোঁটে ডুব দিতে। ভালবাসার এই উদযাপনই কেড়ে নিয়েছে নেটিজেনদের মন।
ছবি প্রকাশ করে ঋদ্ধি লিখেছেন, "বাবা মায়ের অনেকটা জীবন জোড়া মঞ্চ বা মঞ্চ জোড়া জীবনের অক্লান্ত ‘entry’ (এন্ট্রি), ‘exit’(এক্সিট) এর মধ্যান্তরে থাকুক তিরিশ বছর জোড়া ‘এখন’, থিয়েটার হোক বা জীবন, বিশ্ব মঞ্চে ঘুরে বেড়ানো চরিত্র এবং স্বপ্নদের আয়ু মহাবিশ্বের চতুর্থ ডিমেনশন 'সময়ের' সম্মুখে দীর্ঘায়ু লাভ করতে ব্যর্থ হয় শেষমেশ, তাই দিন,ক্ষণ,স্থান,বছরের অর্থহীন হিসেবের গন্ডি পার করে যেকোনো শিল্পমাধ্যম আমাদের পৌঁছে দেয় 'এখনের' গন্তব্যে, থিয়েটার হোক বা সাহিত্য বা সিনেমা বা ক্যানভাসে জেগে থাকা একটা স্থির মুহূর্ত কয়েক মুহূর্তে অনায়াসে ছুঁয়ে ফেলে আমাদের হৃদয়,একটা গোটা মানবজীবনের যাত্রা উদ্ঘাটন হয় আমাদের চোখের সামনে মাত্র কয়েক ঘন্টায়, নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলি আমরা সেই যাত্রায়,আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির রাজ্যের নাগরিক হয় হাতে হাত রাখি সময়ের, 'এখনের' l তাই ৩০ হোক বা ৩০০, বিবাহবার্ষিকী জুড়ে থাকুক এক জীবন জোড়া 'এখন' l"
বিবাহবার্ষিকীতে বিয়ে এবং বৌভাতের ছবি পোস্ট করেছেন রেশমি সেন নিজেও। লিখেছেন, "৩০ বছর… সত্যি বাবান? আমাদের একসাথে আনন্দ, ঝগড়া, ভালোবাসা, আদর আর একসাথে তৈরি আমাদের শিল্প।" লাল বেনারসি আর ওড়নায় কনের সাজে রেশমি এবং পাঞ্জাবিতে কৌশিক সেনকে দেখে মন মজেছে ভক্তদের।
