নিজস্ব সংবাদদাতা: প্রেমের মরশুম পড়তেই জীবনে নতুন অধ্যায় শুরু করছেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। নতুন বছর শুরুর আগেই সাতপাকে বাঁধা পড়ছেন পরিচিত তারকারা। এবার জানা গেল, ২৭ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দার পরিচিত মুখ পিয়ালী বসু। 


বহুদিনের বন্ধু, সহ অভিনেতা রাজ হাজরার সঙ্গে জুনেই আইনি বিয়ে সারেন পিয়ালী বসু। পিয়ালী ও রাজ দু'জনেই যাত্রা মঞ্চের জনপ্রিয় মুখ।  দু'জনের অভিনীত 'ইস্কাবনের বিবি' যাত্রা অত্যন্ত জনপ্রিয়। অভিনয়ের মাধ্যমেই একে অপরকে চেনা এবং কাছাকাছি আসা। এই মুহূর্তে ছোটপর্দায় কম কাজ করলেও যাত্রায় প্রচুর শো করে চলেছেন পিয়ালী, সঙ্গী রাজ হাজরা। রাজ মঞ্চে জোসেফ রাজ নামেই পরিচিত। 


জুনে আইনি বিয়ে সারার পর এবার পরিবার ও কাছের মানুষদের সাক্ষী রেখে সামাজিক বিয়ে সারতে চলেছেন এই জুটি। টলিউডে তাঁর সহকর্মীদের কাছে অত্যন্ত পছন্দের মানুষ পিয়ালী। তাই এই সুখবরের পর ইন্ডাস্ট্রির বহু তারকার কাছে ইতিমধ্যে আইবুড়ো ভাত খেয়েছেন পিয়ালী। সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন সেইসব ছবিও। যাত্রার মঞ্চের সেরা জুটি থেকে জীবনের পথেও সেরা জুটির স্বীকৃতি পেতে এগিয়ে চলেছেন রাজ-পিয়ালী।