সংবাদসংস্থা মুম্বই: 'স্ত্রী ২' মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। অন্যদিকে 'অ্যানিমেল' ছবিতে 'ভাবি ২'-এর ভূমিকায় অভিনয়ের পর থেকেই নেটিজেনরা চোখে হারান তৃপ্তি দিমরিকে। এই দুই অভিনেতা এবার ধরা দিতে চলেছেন রাজ শান্ডিল্যা পরিচালিত ছবি 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও'।
বৃহস্পতিবার মুক্তি পেল ছবির ট্রেলার। এই ট্রেলার দেখে চমকে গিয়েছে নেটপাড়া ৷ শুরুতেই 'ভিকি' অর্থাৎ রাজকুমার রাও ও 'বিদ্যা' অর্থাৎ তৃপ্তি দিমরির বিয়ের মুহূর্ত উঠে এসেছে ৷ তাঁদের বিয়ের পর ফুলসজ্জায় ঘনিষ্ঠ মুহূর্ত তাঁরা রেকর্ড করে রাখেন৷ একসময় সেই সিডি চুরি হয়ে যায় ৷ যা খুঁজতে রীতিমত হিমশিম খেতে হয় তাঁদের। ট্রেলারে এক ঝলক ধরা দেন মল্লিকা শেরাওয়াত৷ অনেকদিন পর পর্দায় তাঁকে দেখে দারুণ খুশি নেটিজেনরা৷ সমাজের ভয়ে পিছিয়ে পড়ে ভিকি। কিন্তু স্ত্রী বিদ্যা একটুও ভয় পায়না লোকলজ্জাকে। বরং নিজের সম্মান রক্ষার্থে রুখে দাঁড়ায় সে সমাজের বিরুদ্ধে। শেষমেশ কী হবে ভিকি-বিদ্যার জীবন? সেই গল্পই ফুটে উঠবে ছবির গল্পে।
আসলে কমেডির মোড়কে এই ছবি সমাজের একটা অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করেছে এই ছবি। সেই সঙ্গে রয়েছে সতর্কবার্তাও। চলতি বছর ১১ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি।
