নিজস্ব সংবাদদাতা: এবার নতুন রূপে আলো। সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'র গল্পে এখন নতুন মোড়। এবার দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়েল দেকে। সিংহ রায় পরিবারের নানা ওঠা-পড়া গল্প নিয়েই এগিয়ে চলছিল এই ধারাবাহিকের গল্প। কিন্তু এবার গল্পে আসতে চলেছে নতুন মোড়।  

 


সিংহ রায় পরিবারের বড় ছেলে রুদ্র সিংহ রায় এবং তাঁর স্ত্রী আলোর মধ্যে টানাপোড়েনের ইতি ঘটেছে। একটু একটু করে পরস্পরের কাছাকাছি এসেছে। 'রুদ্র'র ভূমিকায় তথাগত মুখোপাধ্যায় এবং 'আলো'র ভূমিকায় পায়েল দের জুটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। 

 

তবে, গল্প এবার সিংহ রায় পরিবার থেকে বেরিয়ে অন্য দিকে ঘুরবে। এবার থেকে আলোকে দেখা যাচ্ছে নতুন রূপে। কথায় আছে, পৃথিবীতে যখন পাপের ঘড়া পূর্ন হয়, তখন আবির্ভাব হয় পাপ বিনাশকারীর। তবে দেবতার বেশে নয়, সাধারণ মানুষের মধ্যে থেকেই উঠে আসে জয়া। কে এই জয়া? অন্যায়ের প্রতিবাদ করা, অপরাধীদের শাস্তি দেওয়া এবং অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের আলোয় ফিরিয়ে আনতে তার আবির্ভাব। পাপের বিনাশ করতে এবার নতুন রূপে আসছে আলো। অশুভ শক্তির বিনাশ করতেই শুভ শক্তির প্রতীক হয়ে আসছে আলো। 

 

আরও পড়ুন: বাবার বিরুদ্ধে করেন আইনি মামলা! গোপনে হন অন্তঃসত্ত্বাও? জানেন এই বলি অভিনেত্রীর গোপন কাণ্ডের কথা?

 

কিন্তু এবার যেন তার অন্য রূপ! কিছুদিন আগেই আলো ও রুদ্রর মধ্যে আবারও দ্বন্দ্ব শুরু হয়। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা যায়, নিখোঁজ রুদ্র। আলোই তাকে পিছন থেকে এসে ছুড়ি মারে। ছুড়ির আঘাতে জ্ঞান হারায় রুদ্র। তারপর একটা অন্ধকার জায়গায় এনে রাখা হয় তাকে। বাড়ির সবার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। রুদ্র মনে মনে ভাবতে থাকে, আলো কেন এরকম করল তার সঙ্গে? কোন অপরাধের শাস্তি তাকে দিল আলো? 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sun Bangla (@sunbanglaofficial)