ইন্দ্রাণীর মন জয় করার পরীক্ষায় রোজ বিভিন্নভাবে ফেল করছে কুসুম। কিন্তু হাল ছাড়ছে না সে। তার পাশে আছে ঈশান। এমনই বাউন্ডুলে বলে ঈশানের পরিচিতি আছে, তবে কুসুমের সে 'বেস্ট ফ্রেন্ড'। অন্যদিকে, আয়ুষ্মানের কাছেও বড্ড আনকোরা কুসুম। কীভাবে আয়ুষ্মানের সঙ্গে মিল হবে কুসুমের? এই প্রশ্ন যখন দর্শকের মনে উঁকি মারছে, ঠিক তখনই খেলা ঘুরল অন্যদিকে। আর এবার একেবারে সম্পর্কের সমীকরণ পর্যন্ত এলোমেলো হয়ে গেল।
কুসুমকে একটু একটু করে পছন্দ করছে ইন্দ্রানী। কুসুমও নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করছে। কিছুদিন আগেই ফটোশুটের সময় ইন্দ্রানীর মতো করে সেজেছিল সে। ইন্দ্রানীই তাকে সমস্তকিছু শিখিয়ে দিয়েছিল। তাই পরিবারের অনেকেই এই বিষয়টা আবার বাঁকা চোখে দেখেছিল। কিন্তু তাতে যদিও কুসুমের কিছু মনে হয়নি। কারণ, দেবী মায়ের আশীর্বাদে সে যে সমস্ত পরীক্ষা ধীরে ধীরে পাশ করছে সেটাই তার কাছে অনেক বড় ব্যাপার।

এবার আয়ুষ্মানের সঙ্গে যেন তার সম্পর্কে এক অন্য মোড় এল। কিছুদিন আগেই ফের কাকিমণির ষড়যন্ত্রের শিকার হয়েছিল কুসুম। সঙ্গে আয়ুষ্মানও বিপাকে জড়িয়ে পড়েছিল। গল্পে দেখা গিয়েছিল কাকিমণি কুসুমকে এসে জানায় যে, তাকে আয়ুষ্মানের সঙ্গে পুজোয় বসতে হবে। কিন্তু কুসুম রাজি হয় না কিছুতেই। তখন কাকিমণি তাকে জানায় আয়ুষ্মানের কুষ্ঠির দোষ আছে আর কুসুমেরও আছে, তাই এই পুজোয় দোষ কাটাতে দু'জনকে একসঙ্গে বসতেই হবে। যদি কুসুম না বসে, তাহলে দেবী মা খুব রাগ করবে।
দেবী মায়ের কথা শুনে কুসুম রাজি হয়ে যায়। আয়ুষ্মানের সঙ্গে পুজোয় বসে সে। যজ্ঞের আগুনে আহুতি দেয় দু'জন। কুসুম আর আয়ুষ্মানকে একসঙ্গে দেখে রেগে যায় ইন্দ্রানী। সে কিছুতেই মেনে নিতে পারে না কুসুমের এই কাজ। কুসুম সত্যিটা তাকে বলতে চেয়েও বলতে পারে না। আবারও ইন্দ্রানী ভুল বোঝে কুসুমকে। তবে সেসব বিপদ এখন কাটিয়ে উঠেছে কুসুম। কিন্তু তার জীবনে এসেছে নতুন মোড়।

আয়ুষ্মানদের ব্যবসার জন্য একটা বিজ্ঞাপনী ভিডিও শুটিংয়ের আয়োজন করা হয়। কুসুম ও আয়ুষ্মান বর-কনের বেশে ওই ভিডিওতে আসে। বিয়ের সাজে সেজে ওঠে তারা। মালা বদল হয়,সাতপাকে বাঁধা পড়ে এমনকী কুসুমের সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেয় আয়ুষ্মান। শুটিং শেষ হলেই গলার মালা খুলে মণ্ডপ ছেড়ে উঠে পড়ে আয়ুষ্মান। কুসুমকে প্রোডাকশনের লোকেরা বলে শাঁখা-পলা খুলে সিঁদুর মুছে ফেলতে। কিন্তু কিছুতেই রাজি হয় না কুসুম।

ভিডিওর স্বার্থে হলেও, আয়ুষ্মানের পরানো সিঁদুর সে মুছে ফেলতে পারে না। কিন্তু এই সবটাই তো শুধুমাত্র ভিডিওর স্বার্থে করেছে আয়ুষ্মান। কুসুমকে স্ত্রীর মর্যাদা দেবে কি সে? এই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। শুরুর সপ্তাহ থেকেই কুসুম নিজের স্লট ধরে রেখেছে। দর্শক মহলে আগে নানা কটাক্ষ শুনলেও এখন কুসুমের অনুরাগী সংখ্যা মোটেই কম নয়।
