নিজস্ব সংবাদদাতা: টিআরপি-তে প্রতি সপ্তাহে ভালই ফল করে জি বাংলার 'আনন্দী'। গল্পের নানা মোড়ে দর্শকের মন জয় করেছেন 'আদি-আনন্দী' ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় ও অন্বেষা হাজরা। এবার গল্পে এলো বিরাট চমক। এক ধাক্কায় সাত বছর এগিয়ে গেল এই মেগার গল্প। 

 

 

 

এখন আদি-আনন্দীর সর্বক্ষণের ছায়াসঙ্গী টিম সুপার সিক্স। সুপার সিক্স হল ছ'জন ডাক্তারের একটা দল। দলে রয়েছে আনন্দী ছাড়াও নন্দনা, সুপর্ণা, দ্রোণ ও বিক্রম। আর এদের সবার নেতৃত্বে আর কেউ নয় আদি স্বয়ং। কিন্তু এর মাঝেই বিপদ। দুর্ঘটনায় মৃত্যু পথযাত্রী আদি! বহু কসরত করে তার অপারেশন করে সুস্থ করে আনন্দী। সুস্থ হলেও স্মৃতি হারিয়ে ফেলে আদি।

 

 

 

স্মৃতি হারিয়ে একেবারে ভিন্ন মানুষ হয়ে ওঠে সে। নিজের পরিবার, কাছের মানুষদের ভুলে যায়। এমনকী আনন্দীকেও ভুলে যায় সে। কিন্তু হাল‌ ছাড়ে না আনন্দী। সে বিভিন্নভাবে চেষ্টা করে যায় আদিকে পুরনো কথা মনে করাতে। কিন্তু বারবার বিফলে যায় তার সব চেষ্টা। সাদা শার্ট-প্যান্ট ছেড়ে টিশার্ট আর ছেঁড়া জিন্সে এখন অন্য আদি। তাকে দেখে চক্ষু চড়কগাছ বাড়ির সবার। এদিকে, বউ যতই চেষ্টা করুক তার স্মৃতি ফেরাতে, সে তাকে অচেনা মহিলা ভেবে বৌদি বলে ডাকে! কী হবে গল্পের নতুন মোড়ে? আনন্দী কি পারবে, আদির স্মৃতি ফেরাতে?