নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'। গীতার জীবনে নানা ওঠা পড়া নিয়ে এগোচ্ছে গল্প। একের পর এক নতুন বিপদের মুখে পড়ছে নায়িকা। কিন্তু কোর্টে তার মুখ চলে আর কোর্টের বাইরে হাত! তাই সব ক্ষেত্রেই বিপদকে একেবারেই ভয় পায়না গীতা। এগিয়ে চলে নিজের লক্ষ্যের দিকে।
ধারাবাহিকের নিত্যনতুন মোড় পছন্দ করেছেন দর্শক মহল। একের পর এক নতুন গল্প আর নতুন চরিত্রদের ভিড়ে জমে উঠেছে ধারাবাহিক। একটু একটু করে প্রেম বেড়েছে গীতা আর স্বস্তিকের মধ্যে। কিছুদিন আগেই পরিবার আর কোর্টের মাঝে টানাপোড়েনে পড়েছিল গীতা। শ্বশুরমশাই অগ্নিজিৎ-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের মীমাংসা করতে কেস লড়েছিল সে। নির্দোষও প্রমাণ করে অগ্নিজিৎকে। কিন্তু ফের নতুন জালে জড়িয়ে পড়েছে অগ্নিজিৎ।
বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ে না গীতার। তাই নতুন শত্রুর মুখোশ খুলতে তৎপর সে। সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ধীমান সেন নামের এক ব্যক্তি গীতাকে বলে, তার কাছে সমস্ত তথ্য প্রমাণ না তুলে দিলে সে গীতার পরিবারের বড় ক্ষতি করে দেবে।
এদিকে গীতাও কম যায় না। সেও বলে, মুখোশ তো সে খুলবে এবার। আর ক্ষতিও ধীমানেরই হবে। কারণ তাঁর কাছে রয়েছে ধীমানের মেয়ে। এদিকে, ধীমানের মেয়ে হিসাবে দেখা যায় ঝর্না চৌধুরীকে। যে কিছুদিন আগে তার নিখোঁজ স্বামীকে খুঁজে দেওয়ার জন্য গীতার কাছে এসেছিল। ঝর্ণার সঙ্গে কি কোনও অপরাধ করেছে ধীমান? সব ষড়যন্ত্রের পিছনে কে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
