সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বলি অভিনেত্রী উর্বশী রাউতেলা। তাঁর ভাগ করে নেওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছিল আঙুল কেটে রক্ত ঝরছে তাঁর। তাই হাসপাতালে ভর্তিও হয়েছেন অভিনেত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য অনুরাগীদের অনুরোধ জানিয়েছিলেন উর্বশী। 

কিন্তু তাঁর সুস্থতা কামনার বদলে নায়িকাকে রীতিমতো কটাক্ষ করেছিলেন নেটিজেনরা। নানা ধরনের নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছিল অভিনেত্রীর ওই পোস্ট। কিন্তু এবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই অভিনেত্রী পেলেন বড় চমক। সম্প্রতি, নিজের সমাজ মাধ্যমের পাতায় একটি ছবি ভাগ করেছেন উর্বশী। 

 

 

আর সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে আছেন তিনি। আর ঘর ভরে গিয়েছে গোলাপে। প্রায় লাখ খানেক গোলাপ পাঠানো হয়েছে উর্বশীকে, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে। কিন্তু কে বা কারা তাঁকে এত এত গোলাপ উপহার হিসেবে পাঠিয়েছে তাঁর কোনও উল্লেখ করেননি উর্বশী। এই ছবি দেখে নেটিজেনদের দাবি, অভিনেত্রীর গোপন প্রেমিকই গোলাপের মাধ্যমে ভালবাসা পাঠিয়েছেন তাঁকে।

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল অভিনেত্রী উর্বশী রাউতেলার স্নানঘরের পোশাক বদলানোর একটি ভিডিও। কীভাবে এত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে এল তা নিয়ে বিস্তর চর্চাও উঠেছিল নেটপাড়ায়। এই বিষয়ে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে উর্বশী জানান, ওই স্নানঘরের ভিডিওটি তাঁর ব্যক্তিগত জীবনের নয়। সেটি আদতে তাঁর আসন্ন ছবি 'ঘুসপেঠিয়া'র দৃশ্য। গোটা ঘটনায় বেশ অসন্তোষও প্রকাশ করেছিলেন অভিনেত্রী।