সংবাদসংস্থা মুম্বই: ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। ধামাকা হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান ৷ সঙ্গে নিজের গান দিয়ে দর্শকদের সুরেলা সফরে নিয়ে যাবেন অরিজিৎ সিং৷
 
 মাত্র কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট দল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ৷ এখন খেলোয়াড়রা আইপিএল ২০১৫-এর প্রস্তুতি নিয়ে জোরকদমে ব্যস্ত। আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের এই উৎসব।
 
 জানা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম আসরটি কলকাতার ইডেন গার্ডেন্সে। এই অনুষ্ঠানকে আরও রঙিন করতে প্রস্তুত বলিউড তারকারাও। আইপিএল-এর মঞ্চ মাতাতে মুম্বই থেকে কলকাতায় উড়ে আসবেন শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান।
 
 প্রসঙ্গত, বরুণ এবং শ্রদ্ধা 'এবিসিডি ২' ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এমনকী দু'জনকে দেখা গিয়েছি 'স্ত্রী ২' ছবিতেও। এই প্রথমবার আইপিএল-এর মঞ্চে একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে। এছাড়াও অরিজিৎ সিং-এর সুরের জাদুতে এদিন মেতে উঠবেন দর্শক মহল। এছাড়াও এদিন উপস্থিত থাকবেন বলিউড থেকে টলিউডের বহু তারকা।
