সংবাদ সংস্থা মুম্বই: মাত্র পাঁচ দিনের তফাৎ। তার মধ্যে ভারতীয় ক্রিকেটে ঘটে গেল বিরাট অদলবদল। পাঁচ দিনের মধ্যে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার দুই বটবৃক্ষ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সোমবার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানিয়েছেন বিরাট। টেস্ট থেকে বিরাট কোহলির আকস্মিক অবসরের পর সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বার্তা আসছে। নেট‌মাধ্যমে একের পর এক আবেগঘন পোস্ট।

 

ক্রিকেটের রাজপুত্র অবশেষে সাদা জামাটি তুলে রাখলেন। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। সোমবার ইনস্টাগ্রামে এক আবেগঘন চিঠিতে নিজের অবসরের কথা জানালেন তিনি। সঙ্গে ভেসে উঠল স্মৃতি, ত্যাগ আর এক অদম্য যাত্রার গল্প।

 

বিরাট লেখেন, “আজ টেস্ট ক্রিকেটে অভিষেকের ১৪ বছর পূর্ণ হল। তখন ভাবতেও পারিনি, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে। এই পথ আমাকে পরখ করেছে, গড়েছে, আর এমন শিক্ষা দিয়েছে যা আজীবন সঙ্গে থাকবে। সাদা জামায় একটা অন্যরকম আত্মিক টান থাকে… আমি আমার সবকিছু দিয়েছি, আর বিনিময়ে যা পেয়েছি, তা কল্পনার থেকেও বেশি। নম্বর ২৬৯, সাইনিং অফ।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Virat Kohli (@virat.kohli)