সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
রাত তিনটেতে কী করেন ভিকি-তৃপ্তি?
'ব্যাড নিউজ'-এ তৃপ্তি দিমরি ও ভিকি কৌশলের জুটিকে দর্শক দারুণ পছন্দ করেছেন। ছবির খাতিরে দু'জনের মধ্যে গড়ে উঠেছে ভাল সম্পর্কও। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, "রাত তিনটের সময় যদি মনে হয়, ভিকিকে ফোন করি। দরকারি কথা থেকে শুরু করে মজার আড্ডা দেওয়ার জন্য আমাদের কোনও সময়ের ঠিক থাকেনা। ওর সঙ্গে কাজ করে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সরব সনু
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে গায়ক সনু নিগম 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেছেন। বর্তমানে গানের জগতের উপর কুপ্রভাব ফেলছে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'। এই প্রসঙ্গে সনু নিগম বলেন, "কুপ্রভাব সবার উপরে পড়ছে না। কারণ সবাই এটা ব্যাবহার করছে না। যাঁরা গানের জগতে থেকেও নিজেদের খামতি পূরণ করতে চায় আধুনিক মাধ্যম ব্যবহার করে তাঁদেরই ভবিষ্যতে বিপদ ডেকে আনবে এই প্রযুক্তি।
হঠাৎ আটকে অজয়-রাকুলের ছবির শুটিং!
অজয় দেবগণ ও রাকুল প্রীত অভিনীত 'দে দে পেয়ার দে ২'-এর শুটিং হঠাৎই বন্ধ। পঞ্জাবের পাটিয়ালায় শুটিং চলছিল। মাঝপথেই বন্ধ হল শুট। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালক অংশুল শর্মা ডেঙ্গুতে আক্রান্ত। তাই এই মুহূর্তে বন্ধ রয়েছে শুটিং। খবর, পরিচালক সুস্থ হলেই মুম্বইয়ে শুরু হবে ছবির শুটিং।
