সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

শুটিং শুরু 'সন অব সর্দার ২'-এর

বিজয় কুমার অরোরা পরিচালিত ছবি 'সন অব সর্দার ২'-এর শুটিং শুরু করলেন অজয় দেবগণ। মঙ্গলবার হল শুভ মহরৎ। এদিনের মহরতের টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অজয়। প্রথমে যুক্তরাষ্ট্রে তারপর ভারতে হবে এই ছবির শুটিং। অজয় দেবগণ, ম্রুণাল ঠাকুর অভিনীত এই ছবিতে খল নায়কের চরিত্রে অভিনয়ের কথা ছিল সঞ্জয় দত্তের। কিন্তু অভিনেতার ভিসার আবেদন বাতিল করেছে যুক্তরাজ্য। ১৯৯৩ সালে টাডা আইনে অপরাধী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে ভিসা দিতে নারাজ তারা। তারই ফলে ছবি থেকে বাদ পড়ছেন সঞ্জয়। জানা গিয়েছে, তাঁর জায়গায় দেখা যেতে পারে রবি কিশনকে।

জুটিতে ধনুষ-কৃতি

আনন্দ এল রাই পরিচালিত 'তেরে ইশক মে' ছবিতে ধনুষের বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। এমনটাই শোনা গিয়েছিল বলিউডের অন্দরে। কিন্তু সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ছবিতে জুটি বাঁধছেন ধনুষ ও কৃতি শ্যানন। ছবিটি ধনুষ ও সোনম কাপুর অভিনীত ছবি 'রঞ্জনা'র সিক্যুয়েল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'তেরে ইশক মে'।

কীভাবে অভিনয়ে অভিষেক সামান্থার?

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কীভাবে অভিনয় জীবনে পা দিয়েছিলেন সম্প্রতি এই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন। তিনি বলেন, তাঁদের পারিবারিক আর্থিক অবস্থা ভাল না থাকায় তাঁর পড়াশোনার খরচ চালাতে পারছিলেন না অভিনেত্রীর বাবা। সেই সময় নিজের খরচ নিজে চালানোর তাগিতে অভিনয়কে নিজের পেশা হিসাবে বেছে নেন সামান্থা।