পর্ন ছবির আসক্তির জেরে বিশ্বজুড়ে একাধিক ভয়ঙ্কর অপরাধের ঘটনা ঘটেছে। সম্প্রতি অশ্লীল ভিডিও, ছবি, এবং পর্ন ছবি দেখার আসক্তি ঘিরে আরও গুরুতর অসুখের সম্ভাবনার কথা জানালেন এক চিকিৎসক।
2
7
চিকিৎসক মানান ভোরা, তিনি একজন অর্থোপেডিক সার্জন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় জানিয়েছেন, পর্ন ছবির আসক্তি নিত্যদিন ধুমপান ও মদ্যপানের চেয়েও ক্ষতিকর। এই আসক্তির জেরে ক্রমেই অবসাদ ও একাকিত্বে ভুগতে শুরু করতে পারেন।
3
7
ড. মানান ভোরা জানিয়েছেন, 'মদ্যপান ও ধুমপানের চেয়েও যে আসক্তি আরও গুরুতর অসুখের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, তা নিয়ে আলোচনা কম হয়েছে এতদিন। আমি পর্ন ছবির আসক্তি নিয়েই উদ্বেগ প্রকাশ করছি।' এই ভিডিওতে কমবয়সিদের বিশেষত সর্তক করেছেন চিকিৎসক।
4
7
তিনি আরও জানান, এই সমস্যা নিয়ে আলোচনায় কাউকেই লজ্জিত করা উদ্দেশ্য নয়। কিন্তু বিশেষভাবে সতর্ক করা প্রয়োজন কিশোরদের এবং তরুণদের। পর্ন ছবির আসক্তি বাড়লে, মস্তিষ্কের উপর চাপ পড়ে। ক্রমেই নানা অনুভূতি বাড়তে থাকে।
5
7
ছোটখাটো কোনও বিষয় আগে যতটা উত্তেজিত করতে পারত, খুশি করতে পারত, তাও ক্রমশ কমতে থাকে। মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলে। অবসাদ, একাকিত্ব, অ্যাংজাইটিতেও ভুগতে পারেন অনেকে।
6
7
একঘেয়েমি কাটাতে, স্ট্রেস কমাতে অনেকেই অশ্লীল ভিডিও, পর্ন ছবি দেখেন। ক্রমেই এর উপর নির্ভরতা বাড়তে থাকে। যা থেকেই মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়।
7
7
চিকিৎসক ড. মানান ভোরা আরও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতেও অশ্লীল ছবি, ভিডিও প্রদর্শন বন্ধ করা উচিত। সোশ্যাল মিডিয়ায় কমবয়সিরা সারাক্ষণ সক্রিয়। তাঁরাও এই ধরনের ভিডিও তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। যা ধীরে ধীরে আসক্তির পর্যায়ে পৌঁছে যাচ্ছে।