বছরভর নানা কঠিন সমস্যা, কঠিনতর সমাধান। তবে এবার বড় পদক্ষেপ রাজ্য পুলিশের। প্রশাসন থেকে প্রশিক্ষণ, রাজ্য পুলিশ প্রায় সব স্তরে দক্ষতা বাড়াতে এবার আধুনিক প্রযুক্তির সঙ্গে হাত মেলাচ্ছে রাজ্য পুলিশ। সূত্রের খবর তেমনটাই। তথ্য, দক্ষতা বাড়াতে এবার এআই সেল তৈরি করছে রাজ্য পুলিশ।
2
8
এআই সেল তৈরির কারণ প্রসঙ্গে যা জানা গিয়েছে- কৌশল এবং বাস্তবায়ন কাঠামো প্রণয়ন এবং পর্যায়ক্রমে আপডেট।
3
8
পলিসি ফর্মুলেশনের মধ্যে কৌশলের মধ্যে থাকছে- এইআইএর প্রয়োগ কৌশল আপডেট করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে এবং সেটিকে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে ব্যবহার। স্বচ্ছভাবে এবং দক্ষতার সঙ্গে আই-এর ব্যবহার করতে হবে। সবার আগে দেখে নিতে হবে, কোন কোন ঘটনার সমাধানে কৃত্রিম বুদ্ধমত্তা কাজে লাগানো যেতে পারে, তা।
4
8
কর্মী-আধিকারিকদের এআই-সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য এআই নিয়ে সেমিনার, ওয়ার্কশপ হবে। তাঁদের শেখানো হবে, কীভাবে এআই ব্যবহার করা যায়।
5
8
AI বিষয়ে কাজ করছে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প অংশীদার, স্টার্টআপ এবং সরকারি সংস্থাগুলির সঙ্গে সংযোগ স্থাপন করা হবে।
6
8
রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনেই থাকবে এআই সেল।