বর্ষা বিদায়ের পরেও রাজ্যে ভারী বৃষ্টির থেকে দেখা মিলেছে বাংলায়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ফলে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির দেখা মিলেছে। এবার ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
2
7
জানানো হয়েছে, পূর্ব মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার ওপরে ঘূর্ণাবর্তটি রয়েছে। ধীরে ধীরে এটির উত্তর- উত্তরপশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা।
3
7
প্রতি মুহূর্তেই এটির পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাব আগামী পাঁচ দিনে বাংলায় পড়বে না। অর্থাৎ, আগামী পাঁচ দিনে বঙ্গে বৃষ্টি নেই।
4
7
তবে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল হবে জানিয়েছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়া বইতে পারে প্রায় ৫৫ কিলোমিটার গতিতে।
5
7
ভারতের মৌসম ভবন আইএমডি জানিয়েছে, চলতি মাসেও একাধিক রাজ্যে স্বাভাবিক, স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং অরুণাচল প্রদেশের একাংশে বৃষ্টির সম্ভাবনা কম।
6
7
একটানা বৃষ্টির কারণে দেশজুড়ে কমবে দিনের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। তাই হালকা শীতের আমেজ থাকবে প্রায় সব রাজ্যেই। কিন্তু মেঘলা আকাশ ও জলীয় বাষ্পের কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।
7
7
সম্প্রতি, শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। নভেম্বরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রাজ্যগুলিতে। পাশাপাশি উত্তর ভারতের রাজ্যগুলিতে নামবে তাপমাত্রার পারদ।