উচ্চতা, বর্ণ, খেলার ধরন নিয়ে প্রচুর কটুক্তি শুনতে হয়েছে তাঁকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা শুধু নিজের কাজটা করে গিয়েছেন। আর তাতেই মিলেছে সাফল্য। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে প্রোটিয়ারা।
2
9
ছোট থেকে অত্যন্ত কষ্টে জীবন কাটিয়েছেন বাভুমা। রাস্তায় ক্রিকেট খেলতেন। সেখান থেকে রাজ করে গেলেন লর্ডস। টেস্ট ক্রিকেটে বিশ্বসেরার তকমা ছিনিয়ে নিলেন অস্ট্রেলিয়ার থেকে।
3
9
টেম্বা বাভুমার জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনের লাঙ্গা শহরে। ছোটবেলায় তিনি বন্ধুদের সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলতেন। মাত্র ১০ বছর বয়সে তিনি স্কুল পর্যায়ে ক্রিকেট খেলা শুরু করেন। ১৮ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর।
4
9
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ঐতিহাসিক জয়ের পর বাভুমা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহল নেটপাড়ায়। বাভুমার পরিবারে তাঁর স্ত্রী এবং এক সন্তান রয়েছে।
5
9
পরিবারে আয়ের দিক থেকে স্ত্রী-এর কাছে পরাজিত হয়েছেন টেম্বা। তাঁর স্ত্রী ফিলা লোবি একজন সফল ব্যবসায়ী। তাঁর নিজস্ব একটি রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে যার নাম ‘লোবি প্রপার্টিজ’।
6
9
আয়ের দিক থেকে স্বামীকেও জোর টক্কর দেন ফিলা। ২০১৬ সালে ‘লোবি প্রপার্টিজ’-এর সূচনা করেন তিনি। এই কোম্পানি মূলত জোহানেসবার্গ ও কেপটাউনে বিলাসবহুল সম্পত্তি বিক্রি করে।
7
9
এখানেই শেষ নয়। ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ফিলা লোবি ফাউন্ডেশন’। এই সংস্থা মূলত অনাথ ও দুস্থ শিশুদের জন্য কাজ করে।
8
9
ফিলা ও বাভুমা চার বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন। বর্তমানে তাঁদের একটি দুই বছরের ছেলে রয়েছে, যাঁর নাম ‘লিহলে’। ঐতিহাসিক ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত ছিল বাভুমার পরিবারও।
9
9
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বাভুমা ছেলেকে কোলে নিয়ে মাঠের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে ঘুরে সেলিব্রেট করেন এবং ট্রফি হাতে তুলে নেন। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।