আজকাল ওয়েবডেস্ক: অসহযোগ আন্দোলনে অশান্ত পড়শি দেশ। দিনভর দফায় দফায় সংঘর্ষে শুধুমাত্র রবিবারেই ৯৮ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের সতর্ক করল বিদেশমন্ত্রক। উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রেও নির্দেশিকা জারি করা হয়েছে।

আপাতত ভারতীয়দের বাংলাদেশে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। একইসঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে যে সব ভারতীয় নাগরিক রয়েছেন, তাঁদের খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে না বের হন তা-ও বলা হয়েছে। প্রয়োজনে জরুরি ফোন নম্বরের মাধ্যমে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আজ, সোমবার 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ। আজ আওয়ামী লিগের শোক মিছিল বের করার কথা ছিল। গতকাল সন্ধে ছ'টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে সারা বাংলাদেশে। এই পরিস্থিতিতে 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।