আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বর মানেই ছুটির মাস। বছরের এই শেষ মাসে অনেকেই ছুটি কাটাতে নানা দিকে যান। কেউ বাইরে ঘুরতে যান আবার কেউ নিজের বাড়িতে বসেই ছুটি কাটান। তবে যারা ব্যাঙ্কে কাজ করেন তাদের কতদিন ছুটি থাকে এই মাসে। এই ছুটির লিস্ট যদি আপনার জানা থাকে তাহলে আপনিও জেনে নিতে পারবেন কতদিন ব্যাঙ্কে ছুটি থাকে।
সেইমত নিজের ছুটি সারতে পারবেন পাশাপাশি ব্যাঙ্কের দরকারি কাজও সেরে ফেলতে পারবেন। এটা সকলেই জানেন বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কে ছুটির দিনগুলি অনেকটাই আলাদা। তবে বেশ কয়েকটি দিন থাকে যেগুলি থাকে এক। এই ১৭ দিনের মধ্যে ব্যাঙ্কের মাসিক ছুটিগুলি রয়েছে। তবে এরপরও বাড়তি ছুটি রয়েছে ব্যাঙ্কে।
১ ডিসেম্বর রবিবারের ছুটি।
২. ৩ ডিসেম্বর শুক্রবার রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব(গোয়া)
৩. ৮ ডিসেম্বর রবিবারের ছুটি।
৪. ১২ ডিসেম্বর মঙ্গলবার রয়েছে পা তোগান উৎসব(মেঘালয়)
৫. ১৪ ডিসেম্বর মাসের দ্বিতীয় শনিবার।
৬. ১৫ ডিসেম্বর রবিবারের ছুটি।
৭. ১৮ ডিসেম্বর বুধবার রয়েছে উ সোসো থামের মৃত্যুবার্ষিকী(মেঘালয়)
৮. ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রয়েছে গোয়া ডে(গোয়া)
৯. ২২ ডিসেম্বর রবিবারের ছুটি।
১০. ২৪ ডিসেম্বর মঙ্গলবার ক্রিসমাস ইভ(মিজোরাম,নাগাল্যান্ড, মেঘালয়)
১১. ২৫ ডিসেম্বর বুধবার বড়দিনের ছুটি।
১২. ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ক্রিসমাসের আনন্দ(মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়)
১৩. ২৭ ডিসেম্বর শুক্রবার ক্রিসমাসের আনন্দ(মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়)
১৪. ২৮ ডিসেম্বর চতুর্থ শনিবারের ছুটি।
১৫. ২৯ ডিসেম্বর রবিবারের ছুটি।
১৬. ৩০ ডিসেম্বর সোমবার ইউ কিয়াং নানবাগ(মেঘালয়)
১৭. ৩১ ডিসেম্বর মঙ্গলবার নতুন বর্ষবরণ
