আজকাল ওয়েবডেস্ক: দীপাবলিতে বেসরকারি সব সংস্থাতেই উপহার দেওয়ার চল রয়েছে দেশে। ছোট হোক বা দামী, কোম্পানির সব কর্মীকেই এই আবহে উপহার দেওয়া হয়। কোথাও কোথাও মিষ্টির প্যাকেট, কিছু মোমবাতি, কোথাও বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। কিন্তু দীপাবলি উপলক্ষে কর্মীদের দামী গাড়ি দেওয়ার কথা আগে শুনেছেন কি?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে। সেখানকার এক ফার্মা কোম্পানি দীপাবলি উপলক্ষে সব কর্মীদের এস ইউ ভি গাড়ি উপহার দিয়েছে। ৫১টি এস ইউ ভি গাড়ি উপহার দেওয়া হয়েছে উৎসবের আবহে। এমআইটিস গ্রুপের ফাউন্ডার ও চেয়ারপারসন এমকে ভাটিয়ে দীপাবলি উপলক্ষে স্করপিও গাড়ি উপহার দিয়েছেন কর্মীদের।
কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার ভিডিওটি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দীপাবলির আবহে হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চণ্ডীগড়ে ধুমধাম করে এই সংস্থা দিওয়ালি উদযাপন করে। এরপরেই কাজে অত্যন্ত দক্ষ কর্মীদের উপহারে ভরিয়ে দেন কোম্পানির প্রধান। স্করপিও গাড়ির চাবি তুলে দেন কর্মীদের হাতে। মোট ৫১টি স্করপিও গাড়ি উপহার দেওয়া হয়েছে চলতি বছরে।
কোম্পানির প্রধান ভাটিয়ার পথচলাও চমকে দেওয়ার মতো। ২০০২ সালে দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তাঁর মেডিক্যাল স্টোর ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ২০১৫ সালে এমআইটিস-র হাত ধরে আবারও সাফল্যের মুখ দেখেন। বর্তমানে তাঁর নামেই ১২টি কোম্পানি রয়েছে। হরিয়ানার পঞ্চকুলা জেলাতেই এই কোম্পানির মূল ব্রাঞ্চ। আগেই তিনি পরিকল্পনা করেছিলেন, দেশের আরও একাধিক শহরে এই কোম্পানির ব্রাঞ্চ খুলবেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কোম্পানির ব্রাঞ্চ খোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
51 cars (including SUVs, Scorpios) gifted to staff of a Pharma company in Chandigarh on the occasion of Diwali!
— Keh Ke Peheno (@coolfunnytshirt)
Why didn't we get such employers????? pic.twitter.com/RgKI9fvj8KTweet by @coolfunnytshirt
ইতিমধ্যেই ভিডিওটি কয়েক হাজার মানুষ দেখেছেন। দীপাবলিতে এমন দামি উপহারের ভিডিও দেখে হতবাক অধিকাংশ মানুষ। অনেকেই মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। একজন লিখেছেন, 'আমার কাছে মাইক্রোবায়োলজির ডিগ্রি আছে। এই কোম্পানির চাকরির সুযোগ পাওয়া যাবে কি? আমার কোনও গাড়ি চাই না, একটি টেলিস্কোপ চাই।'
আরেকজন লিখেছেন, 'কোম্পানি যদি কোয়ালিটি বজায় রেখে ওষুধ প্রস্তুত করে, এবং লাভবান হয়, তখনই কর্মীদের বাংলো, ফ্ল্যাট, গাড়ি উপহার দেওয়া যায়। এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু নজর রাখতে হবে যাতে ওষুধের গুণমান বজায় থাকে।' আরেকজন সন্দেহ প্রকাশ করে লিখেছেন, 'গাড়ির ইএমআই কর্মীদের মাসিক বেতন থেকে কেটে নেওয়া হবে না তো? দেখা গেল, প্রশংসা কুড়ানোর জন্য ভিডিওটি তুলেছিলেন। কিন্তু মাসিক বেতন আর হাতে পাচ্ছেন না কর্মীরা।'
তবে মজার কমেন্টের পাশাপাশি কোম্পানির প্রধান ভাটিয়ার প্রশংসায় অনেকেই পঞ্চমুখ হয়েছেন। অনেকেই লিখেছেন, উদার মনের মানুষ বলেই এমন দামি উপহার দিয়েছেন কর্মীদের। লাভের টাকা নিজের কাছেও রাখতে পারতেন। সবার মধ্যে ভাগ করে তিনি খুশির আবহ তৈরি করেছেন।
