আজকাল ওয়েবডেস্ক:‌ কর্নাটকে পাশবিক কাণ্ড। ডাকাতির পর ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর উঠল খুনের অভিযোগ। কর্নাটকের কোলার জেলায় ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করানো হয়। ধৃতকে আপাতত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।


কোলার জেলার শ্রীনিবাসপুরা শহরে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা বৃদ্ধাও কোলার জেলার বাসিন্দা। সোমবার সন্ধেয় শ্রীনিবাসপুরার মুলবাগাল রোডের একটি মাঠের অদূরে একটি গ্যারাজে নির্যাতিতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর খুন করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, ধৃত ৩৭ বছর বয়সি যুবক শ্রীনিবাসপুরার গফফর খান মহল্লার বাসিন্দা।


নির্যাতিতার পরিবার জানিয়েছে, বৃদ্ধা দিন দুয়েক আগে শ্রীনিবাসপুরার একটি গির্জায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। দু’দিন সেখানেই ছিলেন তিনি। সোমবার সন্ধেয় তিনি বাড়ির পথ ধরেন। অভিযোগ, বাসের জন্য যখন ওই বৃদ্ধা অপেক্ষা করছিলেন তখনই অভিযুক্ত যুবক তাঁর পিছু নেন। তার পর সুযোগ বুঝে তাঁকে জোর করে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। ধর্ষণের পর তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়। অভিযোগ, পালানোর আগে বৃদ্ধার ব্যাগ থেকে ১৫,০০০ টাকাও ছিনিয়ে নেন অভিযুক্ত।


তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ওই যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। জেরার মুখে অভিযুক্ত ধর্ষণ ও খুনের কথা স্বীকারও করে নিয়েছে বলে পুলিশের দাবি।