আজকাল ওয়েবডেস্ক: কালীপুজো মিটতেই সোনার দামে বড়সড় পতন। চলতি বছরে একধাক্কায় এতটা কমেনি হলুদ ধাতুর দর। কালীপুজোর পর থেকেই হাজার হাজার টাকা কমল সোনার দাম। আজ, বৃহস্পতিবার, লক্ষ্মীবারেও তা অব্যাহত রয়েছে। একটানা সোনা ও রুপোর দাম বেড়ে যাওয়ায়, ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। বৃহস্পতিবারে কি আরও দাম কমবে? মুখিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।
গত এক দশকের মধ্যে মঙ্গলবার একদিনের মধ্যে সোনার দামে বিরাট পতন হয়েছে। পাশাপাশি ২০২১ সালের ফেব্রুয়ারির পর রুপোর দামও একদিনের মধ্যে হু হু করে কমেছে। চলতি বছরে সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল সোনা ও রুপোর দাম। জানুয়ারি মাস থেকে একটানা ঊর্ধ্বমুখী ছিল দুই মূল্যবান ধাতুর দাম। মাঝে মাঝে কয়েকশ টাকার কমলেও, সোনার দামে বিরাট হেরফের হয়নি। বিশেষত ২০২৫ সালে উৎসবের আবহেও সোনার গয়না কেনার থেকে বিরত ছিলেন বহু মানুষ।
চলতি সপ্তাহে সোমবারে সোনার দাম রেকর্ড ছুঁয়েছিল। এরপরেই একধাক্কায় দাম কমতে শুরু করেছে। সামনেই বিয়ের মরশুম। এর আগেই ব্যবসায়ীদের পাশাপাশি মধ্যবিত্তদের মুখেও ফুটেছে চওড়া হাসি। সোনার দাম কী আরও কমবে? কী বলছেন বিশেষজ্ঞরা? গত সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৯ হাজার ৮০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩০ হাজার ৬৯০ টাকা। জানুয়ারির পর থেকে সোনার দাম ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ২০২৫ সালে শেয়ার বাজারকেও ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: হাজার হাজার টাকা কমল সোনার দাম, ভাইফোঁটায় ২২ ক্যারাটের দরে বিরাট পতন, মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি
২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত এমসিএক্স গোল্ড ফিউচার ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মধ্যে বিএসই সেনসেক্স পাঁচ শতাংশ বেড়েছে। এরপরই একাংশের মতে, ২০৩০ সালের মধ্যে সোনার দাম তিন লক্ষ টাকায় পৌঁছে যেতে পারে। আবার একাংশের মতে, সোনার দাম হু হু করে কমতে পারে।
গত ১৭ অক্টোবর সোনা ও রুপোর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছয় ভারতীয় বাজার এমসিএক্স-এ। রুপো প্রতি কেজিতে প্রায় ২০,০০০ টাকা এবং সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৪,০০০ টাকা কমেছে। উৎসবের আবহে এমসিএক্স বন্ধ রয়েছে। বাজার খুললে সোনা ও রুপোর দাম আরও কমতে পারে।
লন্ডন ট্রেডিংয়ে প্রতি আউন্সে ৪,১০০ ডলারের নীচে নেমে গিয়েছে সোনার দাম। মঙ্গলবার আরও ৫% পতন হয়েছে। রুপোর দামেও একই রকম হেরফের দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে বুধবার সোনা ৪,০৪৬.৯৬ ডলারে এবং রুপোর প্রতি আউন্সে ৪৮ ডলারে নেমে এসেছে।দীপাবলির পরই কমছে সোনার দাম। ধনতেরাস, দীপাবলি উপলক্ষে ভারতে বহু মানুষ সোনা, রুপো কেনাকাটা করেন। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের সভাপতি রাজেশ রোকডের মতে, সোনার দাম বেড়েই চলছিল। গত চার মাসে এটি প্রতি আউন্সে প্রায় ৩,৩০০ ডলার থেকে বেড়ে ৪,৪০০ ডলারে পৌঁছেছে। তাই পতন অনিবার্য ছিল। আগামী কয়েকদিনে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
