আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন দেশে সোনার দাম কমলেও ফের বেড়েছে হলুদ ধাতুর দাম। ব্যবসায়ীরা বলছেন, বছর পেরোলেই নাকি তরতরিয়ে বাড়বে সোনার দাম। আর সেই কারণেই এই বছর শেষ, সোনা কেনার সোনার সময়। এখন সোনা কিনে রাখলেই লাভবান হবেন মানুষ।

কারণ কী? ব্যবসায়ীরা বলছেন, এই অক্টোবরেই সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল সোনার দাম। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের কেনাকাটা এবং মার্কিন সুদের হার হ্রাসের কারণে মূল্যবান হলুদ ধাতুর দাম আগামী বছর রেকর্ড করবে। এর পিছনে অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে মার্কিন মুলুকে রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসাকে। 

সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.৮৫ শতাংশ হারে বেড়েছে। রুপোর দামও বেড়েছে ১.৩৬ শতাংশ। হোয়াইট হাউসে ট্রাম্পে ফিরে আসার আগেই এবছর ক্রমাগত সোনার দাম বেড়েছে, যা ডলারকে শক্তিশালী করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ক্রয় বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের শিথিল আর্থিক নীতির দিকে পরিবর্তনের এর কারণ। ব্যবসায়িকরা মনে করছেন, ট্রাম্পের ফিরে আশা ইউএস মসনদে, আরও বাড়তে সাহায্য করবে সোনার দাম।