আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র কলাইকুন্ডায় শুক্রবার এক গর্বিত অধ্যায়ের সমাপ্তি ঘটল। সমাপ্ত হল ২১৩তম পাইলট কোর্স, যা ভারতের ভবিষ্যৎ ফাইটার পাইলটদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় বিমান কমান্ডের কমান্ডার-ইন-চিফ (AOC-in-C), এয়ার মার্শাল সুরত সিং। এদিন অনুষ্ঠানে আগমনেই এয়ার মার্শাল সিংকে স্বাগত জানান এয়ার অফিসার কমান্ডিং, এয়ার কমোডোর সারতাজ সেহগল। এই কোর্সে অংশগ্রহণকারী অফিসাররা হক (Hawk) যুদ্ধবিমানে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যা তাঁদেরকে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন ফাইটার স্কোয়াড্রনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করেছে।

প্রশিক্ষণের লক্ষ্য ছিল আধুনিক যুদ্ধবিমানের মোকাবিলা করার জন্য দক্ষ পাইলট তৈরি করা। অনুষ্ঠানে এয়ার মার্শাল সুরত সিং শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। তিনি নবীন পাইলটদের উদ্দেশে এক প্রেরণাদায়ক ভাষণ দেন, যেখানে তিনি তাঁদের ‘মিশন, সততা ও উৎকর্ষতা’- এই তিনটি মূলনীতি আঁকড়ে ধরে এগিয়ে চলার আহ্বান জানান। পাইলটদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা কেবলমাত্র একজন পাইলট নন, বরং জাতির রক্ষাকবচ। সর্বদা শারীরিক ও মানসিকভাবে সজাগ থাকুন এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখুন'। অনুষ্ঠানটি শুধু একটি কোর্স সমাপ্তির ঘোষণাই নয়, বরং ভারতীয় বিমান বাহিনীর একটি নতুন প্রজন্মের সূচনার প্রতীক। প্রশিক্ষণ শেষ হওয়া এই পাইলটরা এখন জাতির আকাশসীমা রক্ষার দায়িত্ব নিতে প্রস্তুত। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক পরিবেশনা ও হক বিমানের উড্ডয়নের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করে।