আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের গোরেগাঁওয়ের রাস্তা থেকে ২০ বছর বয়সি এক তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তরুণীর শারীরিক পরীক্ষার পর তার যৌনাঙ্গ থেকে ব্লেড উদ্ধার হয়। সেই ঘটনায় অবাক করা তথ্য উঠে এল সামনে। তিনি ‘ধর্ষিত’ হয়েছেন এই ঘটনা বাড়ির লোক জানতে পারলে মারধর করবেন। সেই ভয়েই ধর্ষণের প্রমাণ লুকোতে যৌনাঙ্গে ব্লেড এবং পাথর ঢুকিয়েছিলেন ওই তরুণী। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনাটি মুম্বইয়ের। গত মঙ্গলবার একটি রেলস্টেশন কাছ থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এক অটোচালকের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, এক অটোচালকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। গত মঙ্গলবার ওই অটোচালকের সঙ্গে বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে আরনালা সৈকতে যান তরুণী। সেখানে একটি হোটেলে রাত কাটানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সঠিক পরিচয়পত্র না থাকায় ঘর পাননি। এর পর তাঁরা সৈকতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। তরুণীর অভিযোগ, সেই সময় তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত অটোচালক। তরুণীটি পুলিশকে জানিয়েছেন, বাড়ি ফিরে বাবা-মায়ের শাস্তির ভয়ে একটি সার্জিক্যাল ব্লেড কিনেছিলেন এবং পাথর-সহ তাঁর গোপনাঙ্গে প্রবেশ করিয়েছিলেন। পরে তিনি স্টেশনে যান কিন্তু তীব্র ব্যথা অনুভব করেন এবং রক্তপাত হতে শুরু করে। 

জবানবন্দি নেওয়ার সময় ওই তরুণীর বয়ানে অসঙ্গতি লক্ষ করেছে পুলিশ। প্রথমে তরুণী জানান, তিনি অনাথ। পরে তাঁর বাবা এসে উপস্থিত হন। তিনি পুলিশকে জানান, এর আগেও ২০২৩ সালে তাঁর কন্যা দু’টি ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। তরুণীর কোনও মানসিক সমস্যা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।