আজকাল ওয়েবডেস্ক:‌ মর্নিং ওয়াকে বেরিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দিল্লির শাহদরা জেলার ফরস বাজার এলাকায়। নিহতের নাম সুনীল জৈন (৫২)। বাসনপত্রের ব্যবসা ছিল তাঁর। যমুনা স্পোর্টস কমপ্লেক্সের রাস্তা দিয়ে শনিবার সকালে যাচ্ছিলেন সুনীল। নিয়মিত প্রাতর্ভ্রমণে বেরোতেন তিনি। এদিনও বেরিয়েছিলেন। আচমকা বাইকে করে দু’জন পিছন দিক থেকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পর পর সাত থেকে আট রাউন্ড গুলি চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তিন থেকে চারটি গুলি ব্যবসায়ীর শরীরে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। প্রকাশ্য রাস্তায় শুটআউটের ঘটনায় রাজধানীতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কেন ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হল তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরাও। প্রসঙ্গত, স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। বাড়ি কৃষ্ণনগর এলাকায়। 


এদিকে, গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ফরস বাজার থানার পুলিশ। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। খুনের ঘটনার পিছনে ব্যবসায়িক শত্রুতা রয়েছে কিনা বোঝার চেষ্টা করছে পুলিশ।  


অন্যদিকে, শুক্রবার রাতে দিল্লির রাজধানীর গোবিন্দপুরী এলাকায় শৌচালয় ব্যবহার করা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে তুমুল ঝগড়া হয়। অভিযুক্ত বিখম সিং ছুরি নিয়ে আঘাত করেন তিন জনকে। তার মধ্যে এক জন মারা যান।