আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত উত্তর সিকিম। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। শুক্রবার সারারাতের বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তার। একাধিক এলাকায় নেমেছে ধস। শনিবার থেকে জারি হয়েছে লাল সতর্কতা।
স্থানীয় সূত্রে খবর, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বেশ কয়েক’টি গুরুত্বপূর্ণ রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন। টুং চেকপোস্টের কাছে ধস নামার ফলে সেখানকার রাস্তা বন্ধ। অতি ভারী বৃষ্টিতে সিকিমের সাত মাইলের নামচি জেলার লেগশিপ ও কিউজিংয়ের মাঝে ধস নেমেছিল। সেখানে একটি তেলবোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বৃষ্টির জন্য উত্তর সিকিমের ফিদাং গ্রাম প্রায় বন্যা কবলিত। তিস্তার নিম্নস্তরে জল ক্রমশ বাড়ছে।
ইতিমধ্যেই সিকিম সরকার উত্তর সিকিমের মঙ্গন জেলায় লাল সতর্কতা জারি করেছে। সমস্ত দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিস্তা প্লাবিত হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ডিকচু, সিংথামের মতো এলাকা। তিস্তা সংলগ্ন বাসিন্দাদের জন্য জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর। তিস্তা সংলগ্ন এলাকা থেকে তাদের অন্যত্র সরিয়ে আনার জন্য সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছে সিকিম সরকার।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ১০০০ ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে ১১ জন ছিলেন। তাঁরা পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ত্রিপুরার বাসিন্দা। এক জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিদের খোঁজ এখনও মেলেনি। তিস্তা ফুঁসে ওঠায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
এদিকে, আলিপুরদুয়ারের বীরপাড়ায় ধস নেমে অবরুদ্ধ হাইওয়ে।
