আজকাল ওয়েবডেস্ক: আসন রফা চূড়ান্ত হয়নি। ফলে আগেই ৪৮ জন প্রার্থীর নাম-সহ প্রথম তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। সোমবার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর জন্য তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ১৪৩টি আসনে প্রার্থী দিয়েছে লালু-তেজস্বীর দল। দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হল।

আরজেডি নেতা তেজস্বী যাদব বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাধেপুরা থেকে চন্দ্র শেহখর, মোকামা থেকে বীণা দেবী (সুরভনের স্ত্রী) এবং ঝাঝা থেকে উদয় নারায়ণ চৌধুরী হ্যারিকেন প্রতীকে লড়াই করছেন।

মহাগঠবন্ধনের মধ্যে চলমান বিরোধের কারণে, আরজেডি এতদিন তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে, আনুষ্ঠানিক তালিকা প্রকাশের আগেও, দলটি তাদের সমস্ত প্রার্থীদের হ্যারিকেন প্রতীক বরাদ্দ করেছিল। ২০২০ সালের বিধানসভা নির্বাচনের তুলনায়, এবার আরজেডি একটি কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২০ সালে ১৪৪টি আসনের প্রার্থী দিয়েছিল আরজেডি। 

আরজেডির পাশাপাশি সোমবার চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল আপ। এই দফায় আরও ১২ জনের নাম প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। 

চতুর্থ তালিকায় যে নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে মধুবন আসনে লড়বেন কুমার কুণাল। সুপল থেকে লড়ছেন ব্রিজ ভূষণ (নবীন) এবং গয়া শহর আসন থেকে অনিল কুমার। এর আগে ১৮ অক্টবর তৃতীয় তালিকা প্রকাশ করে আপ। সেখানে ৫০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আপ জানিয়েছে, এবারের নির্বাচনে বিহারে ২৪৩টি আসনেই প্রার্থী দেবে তারা। জোটের ছত্রছায়া থেকে বেরিয়ে বিহারে কেজরি মডেলকে হাতিয়ার করেই নির্বাচন লড়া হবে বলে ঘোষণা করেছে আপ।

মহাগটবন্ধনে আসন রফা চূড়ান্ত হয়নি এখনও। এর মাঝেই একেরপর এক প্রার্থী ঘোষণা শুরু করেছে বিভিন্ন দল। নিজেদের মত প্রার্থী দেওয়া শুরু করেছে কংগ্রেস এবং জেএমএম। আসনরফা চূড়ান্ত না-হওয়ায় একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে জেএমএম।

আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। ফলাফল বের হবে ১৪ নভেম্বর।