আজকাল ওয়েবডেস্ক: একটি চাঞ্চল্যকর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি দিন-দুপুরে এক মায়ের সামনেই তাঁর সন্তানকে অপহরণ করার চেষ্টা করছেন। জানা গিয়েছে, এই নৃশংস ঘটনাটি ঘটে গত ২৯ জুলাই, যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের একটি নিরিবিলি রেলওয়ে প্ল্যাটফর্মে। ঘটনাটি ধরা পড়ে সেখানকার একটি সিসিটিভি ক্যামেরায়।
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মা তাঁর শিশুকে নিয়ে স্ট্রোলারে করে ইউটাহর সাল্ট লেক কাউন্টির ট্র্যাক্স প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় অভিযুক্ত বেনজামিন ডিলম্যান তাঁর পেছনে হাঁটতে শুরু করেন এবং তাঁকে অনুসরণ করতে থাকেন। হঠাৎ করে এই আচরণে মা আতঙ্কিত হয়ে যান। সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ডিলম্যান হঠাৎ করে তাঁর স্ট্রোলারটি ধরে ফেলেন এবং শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
শিশুটিকে রক্ষা করার চেষ্টা করলে ডিলম্যান মায়ের মুখে আঘাত করেন এবং স্ট্রোলারের সিটবেল্ট খোলার চেষ্টা করেন। এই সময় মা আতঙ্কে চিৎকার করে সাহায্য চাইলে কয়েকজন পথচারী দ্রুত এগিয়ে এসে হস্তক্ষেপ করেন। একজন ব্যক্তি ডিলম্যানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। জানা গিয়েছে এর পরে তিনি আর শিশুটিকে নিয়ে যেতে পারেননি। জনতার হস্তক্ষেপ দেখে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এই ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে, সিসিটিভি ফুটেজ ব্যবহার করে ইউটাহ ট্রানজিট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট অভিযুক্ত বেনজামিন ডিলম্যানকে অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে শিশু অপহরণের চেষ্টা এবং শিশুর মাকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর ডিলম্যান দাবি করেন যে শিশুটি তাঁরই সন্তান এবং তিনি তাকে ফিরিয়ে নিচ্ছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে , গ্রেপ্তার সংক্রান্ত নথিতে উল্লেখ করা হয় যে ডিলম্যান ইচ্ছাকৃতভাবে মহিলার কাছাকাছি চলে আসেন। এরপর তাঁর আচরণে মহিলাটি আতঙ্কিত হয়ে পড়েন। পরে, তিনি মহিলাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেন, 'এটা আমার বাচ্চা, আমাকে দিয়ে দাও।'
আরও পড়ুনঃ মুম্বইয়ে জনজীবন বিপর্যস্ত! আটকে একাধিক স্কুলবাস, কোনওরকমে শিশুদের উদ্ধার করল পুলিশ
ঘটনার জেরে এক পুলিশ কর্মকর্তা জানান, 'তাঁর কর্মকাণ্ড অত্যন্ত বেপরোয়া ছিল। একইসঙ্গে জনসাধারণের জন্য এই ধরণের ঘটনা অত্যন্ত বিপজ্জনক।'
পুলিশ জানিয়েছে, ডিলম্যান গৃহহীন এবং বর্তমানে একটি শেল্টারকে ঠিকানা হিসেবে ব্যবহার করছেন। এই কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করা হয়েছে। তিনি বর্তমানে সল্ট লেক কাউন্টি জেলে আটক রয়েছেন।
আরও পড়ুনঃ অটো করে পাঁচতারা হোটেলে রাজকীয় প্রবেশ! যুবকের আচরণে হাঁ সবাই, এরপর যা হল জানলে ভিরমি খাবেন
