আজকাল ওয়েবডেস্ক: সোমবার ইংল্যান্ডে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক বৃদ্ধকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দক্ষিন-পশ্চিম ইংল্যান্ডে ঘটে এই ঘটনা৷ যুক্তরাজ্যে ঘটে যাওয়া এই ঘটনা সম্প্রতি সবচেয়ে দীর্ঘস্থায়ী মামলা বলে ধরা হচ্ছে । 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধর বয়স ৯২৷     ইংল্যান্ডের দক্ষিন পশ্চিমে তার বাস৷ ঘটনার দিন সে প্রথমে তরুণীকে ধর্ষণ করে। তারপর তাঁকে হত্যা করে৷ এরপর বৃদ্ধ নিজেকে বাঁচাতে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে৷ শোরগোলে স্থানীয়রা জড়ো হয়৷ তৎক্ষনাৎ পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তরুণীর রক্তমাখা মৃতদেহ দেখে৷ 

তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাকে জেরা করা হচ্ছে। যুক্তরাজ্যের আইন অনুযায়ী বৃদ্ধর বিরুদ্ধে প্রথমে ধর্ষণ ও পরে হত্যার মামলা করা হয়৷ কঠোর থেকে কঠোরতম শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। বাকি আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে৷