আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর মাটিতে বাড়ি তৈরি করা অতি সহজ। এভাবেই পৃথিবীর বুকে কোটি কোটি বাড়ি তৈরি করা হয়েছে। তবে যদি মহাকাশে বাড়ি তৈরি করা যায় তাহলে কেমন হবে।
নিউইয়র্কের ক্লাউড আর্কিটেকচার অফিস নতুন করে বাড়ি তৈরির চিন্তাভাবনা করছে। তারা এই বাড়ির নাম রেখেছে অ্যানালেমা টাওয়ার। এই বাড়িটি তৈরি হবে মহাকাশের একটি গ্রহানুকে সঙ্গী করে। বাড়িটি তৈরি হবে মহাকাশ থেকে মাটির দিকে। তবে মাটি থেকে বহু উঁচুতে থাকবে এই বাড়িটি।
যেভাবে এই বাড়িটি তৈরি করা হবে তাতে এটিকে বিশ্বের যেকোনও প্রান্তেই নিয়ে যাওয়া যাবে। বাড়িটির বিভিন্ন অংশ মহাকাশে ভাসমান গ্রহানুর সঙ্গে কেবিল তার দিয়ে বাঁধা থাকবে। মহাকাশ বিজ্ঞানকে আর্কিটেক্টের সঙ্গে যুক্ত করে তৈরি করা হবে এই বাড়িটি।
যে সংস্থা এই বাড়িটি তৈরি করতে চলেছেন তারা পৃথিবীর আকর্ষণ শক্তি এবং মহাকাশের মেঘের ওজনের ওপর পরীক্ষা করছেন। একে বলা হবে ইউনিভার্সাল অরবিটাল সাপোর্ট সিস্টেম। ঠিক মহাকাশযান যেমন ভেসে থাকে সেই একই পরিকল্পনা করে তৈরি করা হবে এটি।
