আজকাল ওয়েবডেস্ক: কেউ বলছেন মানসিক বিকার, কারও মতে শরীর নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার ফল। কিন্তু এক যুবক যা ঘটালেন তা দেখে আঁতকে উঠলেন চিকিৎসক থেকে আত্মীয় পরিজন সকলে। লিঙ্গের আকার নাকি এতটাই বড় যে তা চুরি হয়ে যাওয়ার ভয় ছিল! সেই কারণেই নিজের পুরুষাঙ্গকে রক্ষা করতে শিকল পরিয়ে তা শক্ত করে বেঁধে ফেলেছিলেন থাইল্যান্ডের ইসান প্রদেশের বুরিরমের এক বাসিন্দা। চরম অস্বস্তি ও যন্ত্রণায় অবশেষে তাঁকে ছুটতে হলো হাসপাতালে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৬ অক্টোবর সাটুয়েক হাসপাতাল কর্তৃপক্ষ 'ওয়াং ক্রুড ফাউন্ডেশন'-এর উদ্ধারকারীদের খবর দেয়, যাতে তারা এসে চিকিৎসকদের সাহায্য করেন। কারণ, ওই ব্যক্তির পুরুষাঙ্গ থেকে শিকল দু'টি কাটার মতো সরঞ্জাম হাসপাতালের কাছে ছিল না।
উদ্ধারকারী দল শেষমেশ একটি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে চরম সতর্কতার সঙ্গে শিকল দু'টি কেটে ফেলার ব্যবস্থা করে। কোনও ভাবেই যেন গোপনাঙ্গের কোনও ক্ষতি না হয়, সেই কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা এই কাজ করে। জানা গিয়েছে, মাত্র দশ মিনিটের মধ্যেই সফল ভাবে শিকল দুটি বার করা সম্ভব হয়৷
খবর অনুযায়ী, এই ধরণের অদ্ভুত কাজের জন্য ব্যক্তির পুরুষাঙ্গের অগ্রভাগটি ফুলে হাতের মুঠোর আকার ধারণ করেছিল। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক চিকিৎসক জানান, রোগীর এমন অবস্থা দেখে তিনি কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন।
চিকিৎসক নারং ব্যাখ্যা করেন, একটি শিকল প্লাস্টিকের ছিল এবং অন্যটি স্টেইনলেস স্টিলের। শিকল দু'টি লিঙ্গের গোড়ায় শক্ত করে চেপে রাখা ছিল, যার ফলে সামনের অংশ মারাত্মক ভাবে ফুলে ওঠে।
নারং এবং চিকিৎসকদের আরও বেশি স্তম্ভিত করে তোলে ওই ব্যক্তির এহেন আচরণের কারণ শুনে। রোগী দাবি করেন, তাঁর পুরুষাঙ্গ অস্বাভাবিক রকম বড় হওয়ায় এক জন কমিউনিটি স্বাস্থ্য স্বেচ্ছাসেবী সেটি চুরি করার চেষ্টা করেছিলেন! তিনি আরও বলেন, তাঁর গোপনাঙ্গের জন্য ৬৯ মিলিমিটারের অতিরিক্ত-বড় কনডমের প্রয়োজন হয়।
চিকিৎসকদের সন্দেহ, সম্ভবত ওই ব্যক্তি কোনও মানসিক রোগে ভুগছেন অথবা তিনি কোনও নেশার প্রভাবে ছিলেন। তাঁরা সঠিক চিকিৎসার জন্য রোগীর মনো-স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা করেছেন, যদিও সেই পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: জোড়া ঘূর্ণিঝড়ের সাঁড়াশি আক্রমণ! পূর্ব-পশ্চিমের যৌথ দুর্যোগে আশঙ্কার মেঘ বাংলাতেও
প্রসঙ্গত এর আগেও থাইল্যান্ডে একই ধরনের বেশ কিছু বিচিত্র ঘটনা সামনে এসেছে। গত মার্চ মাসে পাটায়ায় এক ব্যক্তিকে উদ্ধারে নামে উদ্ধারকারী দল। তাঁর পুরুষাঙ্গে একটি স্টেইনলেস স্টিলের শিকল আটকে গিয়েছিল। সেই ব্যক্তি অবশ্য স্বীকার করেছিলেন যে তিনি যৌন ক্ষমতা বাড়ানোর জন্য সেটি পরেছিলেন।
অন্য দিকে, গত বছর ব্যাঙ্ককে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেখানে এক ব্যক্তি এগারোটি শিকল পুরুষাঙ্গে পরে হাসপাতালে এসেছিলেন। তিনি চিকিৎসকদের বলেছিলেন, এই শিকল তাঁর গোপনাঙ্গকে আরও বড় করে তুলবে।
