আজকাল ওয়েবডেস্ক: সংঘাত আরও প্রকট। রবিবার হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে নিশানা করে একটি পোস্ট করেছিলেন সোশাল প্ল্যাটফর্ম এক্স-এ। অভিযোগ, তাঁর সেই ভারত বিরোধী পোস্টে একটি কমিউনিটি নোট জুড়ে দেওয়া হয়। আর এতেই বেজায় ক্ষুব্ধ ট্রাম্প ঘনিষ্ঠ এই উপদেষ্টা। তাঁর ভারত বিরোধী পোস্ট 'ফ্ল্যাগ' হতেই তিনি আরও একটি পোস্ট করে এক্স-এর মালিক ইলন মাস্ককে নিশানা করেছেন।।

শুরু থেকেই পিটার নাভারো ভারতের বিরুদ্ধে নানা তোপ দেগেছেন। করেছেন একাধিক পোস্ট। সেগুলিও ফ্ল্যাগ করা হয়েছিল। আর গতকাল তিনি একটি পোস্টে লেখেন, 'ফ্যাক্ট: ভারতের উচ্চ হারের শুল্ক আমেরিকার চাকরি খেয়ে নিচ্ছে। ভারত রাশিয়ার থেকে তেল কিনছে শুধুমাত্র লাভের জন্য। এর ফলে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন হচ্ছে। ইউক্রেন এবং রাশিয়ানরা মরছে। আমেরিকার করদাতাদের বেশি টাকা খরচ হচ্ছে। ভারত সত্যিটা মানতে পারছে না। বামপন্থী আমেরিকানদের ওয়াশিংটন পোস্ট ভুয়ো খবর ছড়াচ্ছে।'

ট্রাম্প ঘনিষ্ঠ পিটান নাভারোর এই ভারত বিরোধী পোস্টের নীচে জুড়ে দেওয়া হয় একটি কমিউনিটি পোস্ট। যেখানে তাঁকে ফ্যাক্ট চেক করা হয়। সেই নোটে লেখা হয়, 'ভারত শুধুমাত্র লাভের জন্য রাশিয়ার তেল কিনছে না, নিজেদের জ্বালানি সুরক্ষার জন্যেও তারা রাশিয়ার থেকে তেল কিনছে। এবং ভারত এই তেল কিনে কোনও নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না। এদিকে ভারত যদিও বা শুল্ক চাপায়, ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড সারপ্লাস আছে সার্ভিসের ক্ষেত্রে। এছাড়া আমেরিকা নিজে রাশিয়ার থেকে এখনও অনেক পণ্য আমদানি করছে। যেটা কি না ভণ্ডামি।' এই পোস্টের সঙ্গে একাধিক খবরের লিঙ্কও দেওয়া হয়।  যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম এবং খনিজ আমদানি অব্যাহত রেখেছে, যাকে তারা ভণ্ডামি বলে বর্ণনা করেছে।  

ভারত বিরোধী তাঁর পোস্টের সঙ্গে এই কমিউনিটি পোস্ট জুড়তেই অসন্তুষ্ট পিটার নাভারো। তিনি ফের একটি পোস্ট করে লেখেন, 'ফ্যাক্ট: ভারতের উচ্চ হারের শুল্ক আমেরিকার চাকরি নিয়ে নিচ্ছে। ভারত রাশিয়ার তেল কিনছে শুধুমাত্র লাভ করার জন্যে, যা কিনা রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে সচল রাখছে। ইউক্রেন এবং রাশিয়ানরা মরছেন। মার্কিন করদাতাদের বেশি টাকা খসছে। ভারত সেই সত্যিটা মানতে পারছে না।' 

?ref_src=twsrc%5Etfw">September 6, 2025

সাম্প্রতিক সময়ে, নাভারো ক্রমাগত রাশিয়ার তেল কেনার বিষয়টি উত্থাপন করে ভারত এবং নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে চলেছেন। এই নিয়ে নানা অযাচিত মন্তব্যও তিনি করেছেন। এমনকী ইউক্রেন যুদ্ধকে তিনি 'মোদীর যুদ্ধ' বলে পর্যন্ত আখ্যা দিয়েছেন। আর দিন কয়েক আগে তাঁর নিশানায় ছিল ভারতের ব্রাহ্মণরা। একটি মার্কিন সংবাদ চ্যানেলে তিনি দাবি করেন, 'রাশিয়ার তেল কেনায় শুধুমাত্র ভারতীয় ব্রাহ্মণরা লাভবান হচ্ছেন।' নাভারোর এই মন্তব্য নয়াদিল্লি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার বলেছেন, "আমরা তাঁর (পিটার নাভারো) কিছু ভুল বক্তব্য দেখেছি। আমরা সেগুলি প্রত্যাখ্যান করি।" 

২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় নাভারোর 'বস' ট্রাম্প এবং মাস্কের মধ্যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে তা অতীত। ট্রাম্পের প্রশান থেকেও সরে গিয়েছে টেসলা কর্তা। গত জুন মাসে প্রেসিডেন্টের একাধিক বিতর্কিত বিলে সাক্ষর ঘিরে ট্রাম্প-মাস্ক সম্পর্ক ভেঙে যায়। তবুও ট্রাম্প নিজে তাঁর সুর নরম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের "বন্ধু" হিসেবে বর্ণনা করেছেন এবং ভারত-মার্কিন সম্পর্ককে "বিশেষ" বলে উল্লেখ করেছেন। তবুও প্রেসিডেন্ট ঘনিষ্ঠ পিটার নাভারোর পিছু হটার কোনও লক্ষণ নেই।

আরও পড়ুন- কিম জং উনকে খতম করতে মার্কিন সেনাকে উত্তর কোরিয়ায় পাঠিয়েছিলেন খোদ ট্রাম্প! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে