আজকাল ওয়েবডেস্ক : প্রাচীন ইউরোপ কীভাবে কৃষিকাজে বিকাশ করেছিল তার নমুনা এবার সবার সামনে এল। তাদের ডিএনএ থেকে এই রহস্য সামনে এসেছে। আমেরিকার একটি দল সম্প্রতি যে সমীক্ষা করেছে সেখানে দেখা গিয়েছে এই সময় ইউরোপ যারা বাস করতেন তারা সব খাবারের মধ্যে দুধ অনেক বেশি পছন্দ করতেন।
এমনকি এটাও সামনে এসেছে তারা জল না পান করে শুধু দুধের ওপর নিজের সারা জীবন কাটিয়ে দিতেন। তাদের এই চাহিদা মেটাতে তারা অনেক পশুপালন করতেন। সেখানে তাদের এই চাহিদা পূরণ হয়ে যেত। তবে সেই সময় সবাই যে এর ওপর নির্ভর করে থাকতেন সেটা নয়। অনেকে আবার শুধু সব্জি জাতীয় ফসল খেয়ে জীবন কাটাতেন।
সমীক্ষা থেকে যে ডিএন মিলেছে সেখানে দুধের এক প্রোটিন মিলেছে। যাদের এই ডিএনএ মিলেছে তারা অন্যদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বলে মনে করা হচ্ছে। এর ধরণের ডিএনএ ইউরোপ জুড়ে অনেক মানুষের কাছে পাওয়া গিয়েছে বলে খবর।
সেই সময় যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকত তারা অনেক বেশি পরিশ্রম করত। তবে সেইমতো তারা পর্যাপ্ত আহার পেত। ফলে তারা বহু বছর ধরে জীবিত ছিল।
