আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর থেকেই আলোচনার মূল বিষয় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানে বরাবর ক্ষমতাধীন সরকারের উপর সেনাকে ছড়ি ঘোরাতে দেখা যায়। পুরনো ইতিহাসের কথা মনে রেখে অনেকেরই ধারণা, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার আসিমের হাতের পুতুল। কিন্তু আপনারা কি জানেন জেনারেল আসিম মুনির কত টাকা বেতন পান?

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন সেনাপ্রধান। যেখানে ভারতে, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস), বর্তমানে জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীরই নেতৃত্ব দেন। অন্যদিকে, চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেন। বর্তমানে এই পদে রয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

পাকিস্তানের সেনাপ্রধান বর্তমানে জেনারেল আসিম মুনির, পাকিস্তান সশস্ত্র বাহিনীর কার্যত প্রধান। যার মেয়াদ তিন বছর, তবে তা পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। পাকিস্তানের সেনাপ্রধানের দেশের রাজনীতিতে, এমনকি এর অর্থনৈতিক ও বৈদেশিক নীতিতেও বড় প্রভাব রয়েছে।

পাকিস্তান সরকার সেনাপ্রধানকে কত টাকা বেতন দেয়? পরিসংখ্যানের দিক থেকে, ভারত এবং পাকিস্তান উভয় দেশের সেনাপ্রধানদের মাসিক বেতন যথাক্রমে ২,৫০,০০০ টাকা এবং ২,৫০,০০০ পাকিস্তানি রুপি। তবে, মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকা পাকিস্তানি টাকার চেয়ে অনেক শক্তিশালী।

সুতরাং, ২,৫০,০০০ পাকিস্তানি রুপি ভারতীয় মুদ্রায় ৭৫,০০০ টাকার কিছু বেশি। যা ভারতের সশস্ত্র বাহিনীর বেতনের তুলনায় খুবই নগণ্য।

কিন্তু, বেতন ছাড়াও পাকিস্তানের সেনাপ্রধান আরও কিছু সুযোগ-সুবিধা ভোগ করেন। যার মধ্যে রয়েছে অভিজাত ক্লাবগুলিতে বিনামূল্যে সদস্যপদ, একটি বিলাসবহুল ব্যক্তিগত বাংলো, অতিরিক্ত নিরাপত্তা, সরকারি অর্থে  পরিবহনের সুবিধা ইত্যাদি।

একটি কর্পোরেশন হিসেবে পাক সেনাবাহিনীর বেশ কয়েকটি ব্যবসা রয়েছে। যার মধ্যে রয়েছে দুধ ও পরিবহন সংস্থা। এর থেকে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ভাল আয় রয়েছে।