আজকাল ওয়েবডেস্ক: জামাইকায় শতাব্দীর ভয়াবহতম ঝড় আঘাত হানতে চলেছে হারিকেন মেলিসা। ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি গতিবেগে বয়ে চলা এই ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড় ইতিমধ্যেই দ্বীপটির উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় তাণ্ডব শুরু করেছে। জাতিসংঘের কর্মকর্তারা একে “এই শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী ঝড়” বলে সতর্ক করেছেন।
মঙ্গলবার মেলিসা জামাইকার উপকূলে আছড়ে পড়বে বলে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ও উপকূলবর্তী অঞ্চলের হাজার হাজার মানুষকে অবশ্যকীয় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জামাইকা জুড়ে প্রায় ৮০০টিরও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান জেনেভা থেকে বলেন, “এটি জামাইকার জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি হতে চলেছে। নিশ্চিতভাবেই এটি শতাব্দীর সেরা ঝড়।”
সর্বশেষ আপডেট অনুযায়ী, ঝড়ের কেন্দ্র বর্তমানে জামাইকার প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৭৫ মাইল বেগে বাতাস বইছে। কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় হারিকেন-শক্তির বাতাস বইছে।
আরও পড়ুন: এই গ্রহটি না থাকলে পৃথিবীরও অস্তিত্ব থাকত না, কেন
জামাইকার স্বাস্থ্যমন্ত্রী ক্রিস টাফটন জানান, ঝড়ের প্রস্তুতি নিতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন স্বাস্থ্যকর্মী গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আরও ১৫ জন আহত হয়েছেন, অনেকে ছাদে উঠে বা গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে সতর্ক করে বলেছে, “ঝড়ের প্রস্তুতির সময় ছাদে ওঠা, গাছ কাটা বা বালির বস্তা সরানোর মতো কাজগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য ভুলও প্রাণঘাতী হতে পারে।” এছাড়া, জামাইকার পাশাপাশি হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রেও চারজনের মৃত্যু হয়েছে টানা বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে।
মেলিসা মঙ্গলবার রাতে পূর্ব কিউবার উপর দিয়ে অতিক্রম করে বুধবারের মধ্যে বাহামা ও টার্কস অ্যান্ড কাইকোস অঞ্চলের দিকে এগোবে। উষ্ণ ক্যারিবিয়ান জলে ধীরে চলার কারণে এটি এক বিস্ফোরক শক্তি অর্জনকারী ঝড়ে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক রেড ক্রস অনুমান করছে, জামাইকায় প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সোমবার দক্ষিণাঞ্চল ও পোর্ট রয়াল-সহ উপকূলীয় এলাকাগুলিতে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, “এই অঞ্চলের কোনও কাঠামোই ক্যাটাগরি ৫ হারিকেনের ধাক্কা সহ্য করতে পারবে না।”
অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, গাছ উপড়ে পড়ছে, রাস্তা জলমগ্ন। আবহাওয়াবিদদের মতে, জামাইকা আরও কয়েক দিন প্রবল বাতাস ও বন্যার কবলে থাকবে, এরপর ধীরে ধীরে ঝড়টি দুর্বল হয়ে কিউবায় প্রবেশ করবে। বিশেষজ্ঞদের মতে, হারিকেন মেলিসা শুধু জামাইকার নয়, গোটা ক্যারিবিয়ান অঞ্চলের জন্যই এক ঐতিহাসিক বিপর্যয় হয়ে উঠতে পারে।
