আজকাল ওয়েবডেস্ক: যে যুগে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে ডেটিং অ্যাপ বা সামাজিক মাধ্যমই মূল ভরসা, সেই যুগেই এক মার্কিন তরুণী পুরনো রীতিতে ফিরে গেলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নিউ ইয়র্কের জনবহুল টাইমস স্কোয়ার। তারই মাঝে এক তরুণী একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। তাতে বড় বড় করে লেখা - 'ভারতীয় স্বামী চাই।'

এই দৃশ্যটি মুহূর্তের মধ্যে স্থানীয় পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। এমনকী ভিড়ের মধ্যে থাকা ‘স্পাইডারম্যান’-এর পোশাক পরা এক ব্যক্তিকেও সেখানে হাত তুলতে দেখা যায়। অনেকেই সেই মুহূর্তের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তুমুল আলোচনা।

আন্তঃসাংস্কৃতিক প্রেম, বিবাহ ঘিরে প্রত্যাশা এবং বিশ্বজুড়ে ভারতীয় পাত্রদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে চর্চা শুরু হয়।

যদিও ওই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি, তবে তাঁর এই নির্দিষ্ট পছন্দের কারণ নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় জল্পনা তুঙ্গে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মতে, ভারতীয় পুরুষরা পরিবারকেন্দ্রিক এবং ঐতিহ্যকে সম্মান করে, এই ধারণা থেকেই হয়তো তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আবার অনেকে রসিকতা করে বলেছেন, বলিউড সিনেমা, তারকা ক্রিকেটার বা পশ্চিমে ভারতীয় খাবারের জনপ্রিয়তাও তাঁর এমন ইচ্ছার কারণ হতে পারে।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, 'এই রোম্যান্টিক স্বপ্নের জন্য শাহরুখ খানের সিনেমাই দায়ী।' আর এক জনের রসিক মন্তব্য, 'উনি স্পষ্টতই জানেন যে ভারতীয় পুরুষরা যেমন ভাল চা বানাতে পারে, তেমনই ভাল স্বামীও হয়।'

আরও পড়ুন: সারা দেহে ৪০ হাজার মৌমাছি বসে আছে, অথচ হুল ফোটাচ্ছে না! মধুকরদের 'বশ' করে বিশ্বকে চমকে দিলেন রাজেন্দ্র

পোস্টটিকে কেন্দ্র করে হাজার হাজার প্রতিক্রিয়া এসেছে। তার মধ্যে একদিকে রয়েছে অকৃত্রিম কৌতূহল, তেমনই আরেকদিকে রয়েছে মজার মজার মিম। বহু ভারতীয় পুরুষ মজার ছলে কমেন্ট সেকশনে নিজেদের নাম প্রস্তাব করেছেন, সঙ্গে জুড়ে দিয়েছেন নিজেদের রান্নার দক্ষতা, পেশা, এমনকী রাশিফলের বিবরণও।

আরও পড়ুন: এসি কামরায় দেদার ধূমপান! প্রতিবাদ করতেই মহিলা যা করলেন, ছিঃ ছিঃ পড়ল নেটপাড়ায় 

অন্যদিকে, অনেকে আবার এমন সম্পর্কের সাংস্কৃতিক প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা করেছেন। ঐতিহ্য, খাদ্যাভ্যাস এবং পারিবারিক রীতিনীতির পার্থক্যের কথাও তুলে ধরেছেন তাঁরা। এক জন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, 'আশা করি, জমকালো ভারতীয় বিয়ে এবং শ'দুয়েক আত্মীয়ের ব্যাপারে ওঁর ধারণা আছে।'

তবে তরুণীর এহেন আচরণ নিছক চটজলদি বিখ্যাত হওয়ার কৌশল, কোনও সামাজিক পরীক্ষা, নাকি সত্যিই ভালবাসার খোঁজ, তা এখনও স্পষ্ট নয়৷ কারণ যা-ই হোক না কেন, ওই তরুণীর সাহসী পদক্ষেপ যে সকলের নজর কেড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভিডিওটি যত ছড়িয়ে পড়ছে, ততই বাড়ছে কৌতূহল। অনেকেই এখন দেখার অপেক্ষায়, বিশ্বের কোনও প্রান্ত থেকে কোনও ভারতীয় পাত্র শেষ পর্যন্ত তাঁর এই অভিনব প্রস্তাবে সাড়া দেন কি না।