আজকাল ওয়েবডেস্ক: দু'টি বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার এক পরিবারের পাঁচজনের মৃতদেহ। পাঁচটি মৃতদেহই গুলিবিদ্ধ বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। কী কারণে খুন ও আত্মহত্যা, তা ঘিরে চলছে তদন্ত।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। পুলিশ জানিয়েছে, ৪৬ বছরের যুবক অ্যান্থনি নেফিউ তাঁর দুই স্ত্রী ও দুই সন্তানকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। একটি ফ্ল্যাট থেকে নেফিউয়ের প্রাক্তন স্ত্রী ও সন্তানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। সেই ফ্ল্যাটের অদূরেই একটি ফ্ল্যাট থেকে নেফিউ, তাঁর বর্তমান স্ত্রী ও আরেক সন্তানের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, নেফিউয়ের মানসিক সমস্যা ছিল। অবসাদেও ভুগতেন। সমাজমাধ্যমে একাধিকবার তাঁর অবসাদের কথা ভাগ করে নিতেন। চলতি বছরে জুলাই মাসেও হতাশা, অবসাদের কথা একটি পোস্টে লিখেছিলেন। অবসাদ নিয়ে বেঁচে থাকা অসম্ভব বলেও একটি পোস্টে লেখেন।
পুলিশ আরও জানিয়েছে, নেফিউ মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী ছিলেন। রিপাবলিকান পার্টির বিরুদ্ধে লেখালেখি করতেন। এমনকী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও বারবার ক্ষোভ উগরে দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার দিন কয়েক পরেই নেফিউ চরম পদক্ষেপ করলেন। খুন ও আত্মহত্যার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
