আজকাল ওয়েবডেস্ক:  ১০০ বছর বয়সেও রুথ লেমে এমন এক জীবনযাপন করেন যা অনেক তরুণকেও অনুপ্রাণিত করতে পারে। ভার্জিনিয়া বিচের এই সেন্টেনারিয়ান সপ্তাহে তিনদিন নিয়ম করে জিমে যান। এক ঘণ্টা বাইকে চড়ার পর তিনি ট্র্যাকে এক মাইলেরও বেশি হাঁটেন।


নিজের বাড়িতেই থাকেন তিনি, রান্না করতে ভালোবাসেন, আর ৯৮ বছর পর্যন্ত নিজেই গাড়ি চালাতেন। একসময় তিনি মডেল হিসেবেও কাজ করেছেন। হাসিমুখে লেমে বলেন, “আমি সবসময়ই ব্যায়াম করেছি। ক্লান্ত লাগে ঠিকই, কিন্তু সেটা স্বাভাবিক। বয়সের সঙ্গে সেটাই তো প্রত্যাশিত।”
১৯২৫ সালের জুনে জন্ম নেওয়া রুথ লেমে নিজের সুস্থতা ও দীর্ঘায়ুর কৃতিত্ব দেন নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি স্বাস্থ্যবিষয়ক পেজে তার ব্যায়ামের ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশনে পরিণত হয়েছেন। ভিডিওটি প্রায় ছয় লাখ লাইক পেয়েছে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by evry.day club (@evrydayclub)