আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতি মাঝে মাঝে এমন সব বিরল দৃশ্য উপহার দেয়, যা আমাদের মুখে হাসি ফোটায়। এমনই এক মুহূর্ত ধরা পড়েছে এক হ্রদের ভিডিওতে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একদল কচ্ছপ গোল হয়ে বসে আছে। মাঝখানে দুই কচ্ছপকে দেখা যায় যেন তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছে। দৃশ্যটি যেন প্রাণীদের কোনো ‘গোলটেবিল বৈঠক’-এর মতো দেখাচ্ছে। দর্শকরা এই ভিডিওকে মজাদার ও আদুরে বলে বর্ণনা করেছেন।
Turtles meeting ???????? pic.twitter.com/T5o0u4YUPu
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE)Tweet by @AMAZlNGNATURE
এই ভিডিওটি ১৮ আগস্ট এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। এরপর থেকে এটি ১ কোটি ১০ লক্ষাধিক বার দেখা হয়েছে। পোস্টটিতে দুই লক্ষাধিক লাইক এবং ২৫ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে। পাশাপাশি এটি ২২ হাজারেরও বেশি বার সেভ ও শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: ১২ কোটি টাকা-১০ কেজি রূপো, দেখেই চোখ কপালে উঠল ইডির
পোস্টের নিচে মজার মজার কমেন্ট ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চেয়েছেন, কেউ মজা করে লিখেছেন যে এতে নাকি “গোপনীয়তার আইন লঙ্ঘন” হচ্ছে। আবার অনেকে লিখেছেন কচ্ছপগুলো বুঝি কোনও গুরুত্বপূর্ণ মিটিং করছে। অনেকেই ইঙ্গিত দিয়েছেন, আসলে এটি কচ্ছপদের মিলন প্রক্রিয়ার অংশ। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও অধিকাংশই ভিডিওটি রসিকতার সঙ্গেই নিয়েছেন।

এই ভিডিওটি ঠিক সেইভাবেই ভাইরাল হয়েছে, যেভাবে কয়েকদিন আগে এক মা হাঁসকে তার বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলতে দেখা গিয়েছিল। কচ্ছপদের এই অদ্ভুত সমাবেশও আনন্দ ছড়িয়েছে অনলাইনে। প্রকৃতির খেয়ালি ও খেলারত দিকটি আবারও মানুষকে মনে করিয়ে দিয়েছে এই দৃশ্য।
