আজকাল ওয়েবডেস্ক: স্পোর্টস শু পরে অফিসে এসেছিলেন তরুণী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেই জুতো পছন্দ না-হওয়ায় চাকরি থেকে বার করে দেওয়া হয়েছিল ওই তরুণীকে। কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন তরুণী। 

২০ বছর বয়সি ওই তরুণীর নাম এলিজাবেথ বেনাসি। ঘটনাটি ব্রিটেনের একটি সংস্থার দপ্তরের। গত দুই বছর ধরে সেখানে চাকরি করছিলেন এলিজাবেথ। এলিজাবেথ এক দিন অফিসে স্পোর্টস শু পরে চলে যান। তা নিয়ে তরুণীকে নানা রকম কথা শোনাতে থাকেন তাঁরা। কর্তৃপক্ষের জুতো অপছন্দ হওয়ার কারণে এলিজাবেথের চাকরি চলে যায়।

এলিজাবেথের দাবি, অন্যান্য সহকর্মীরা একই ধরনের জুতো পরে গেলেও তাঁদের কিছু বলা হয়নি। এরপরেই ‘এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল’-এর দ্বারস্থ হন। সব সময় যে তাঁকে বয়সের জন্য খোঁটা দেওয়া হত এবং জুতো অপছন্দ হওয়ার কারণে যে তাঁকে বরখাস্ত করা হয়েছে তা নিয়ে অভিযোগ করেন তিনি। এলিজাবেথের অভিযোগের উপর ভিত্তি করে সংস্থার তরফে তরুণীকে ৩০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ লক্ষ টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক জানান, সংস্থার তরফ থেকে পোশাকবিধি নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি ওই তরুণীকে। এ ছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী কারণে তাঁকে ছাঁটাই করছেন সেটিও স্পষ্ট করে লেখা ছিল না ইমেলে। এর ফলে তাঁকে বরখাস্ত করার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।