আজকাল ওয়েবডেস্ক: সন্ধের সময়। প্রাক্তন পরিচারিকা জানতেন ওই সময় ঘরে থাকেন না বিশেষ কেউ! আর সেই ধারণা থেকেই কি সিদ্ধান্ত? বৃদ্ধা, অসুস্থ বৌমাকে ওষুধ খাওয়ানোর নামে, মাদক খাইয়ে লুঠ চালাল প্রাক্তন পরিচারিকা। ঘটনা খাস কলকাতার। বৃদ্ধার পুত্র অভিজিৎ্ সরকার এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই।

ঘটনাস্থল হরিদেবপুরের মন্দির বাড়ি এলাকা। অভিযোগ, মঙ্গলবার সন্ধে পৌনে ছ' টা নাগাদ ওই বাড়ির প্রাক্তন পরিচারিকা তার স্বামীর সঙ্গে ষড়যন্ত্র করে অভিজিৎ-দের বাড়িতে ঢুকে পড়ে। উদ্দেশ্য ছিল, কেউ না থাকার সুযোগে বাড়ির সর্বস্ব লুঠে নেওয়া।  ওষুধ খাওয়ানোর নামে ওষুধের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ায় বলে অভিযোগ। 

অভিযোগ পত্রে অভিযোগকারী লিখেছেন, ওষুধ খাওয়ানোর অজুহাতে জোর করে অজানা রাসায়নিক কিংবা মাদক খাওয়ানো হয় তাঁদের। তারপরেই আলমারি খুলে লুঠ চালানো হয়। অভিজিৎ-এর অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার সকালে সঞ্জু এবং বৈদ্যনাথের বাড়িতে তল্লাশি চালায়। তাদের টানা জিজ্ঞাসবাদের পর, তল্লাশিতে আলমারি থেকে অভিজিৎদের বাড়ি থেকে লুঠ করা দু লক্ষ টাকা উদ্ধার করে। ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে।