আজকাল ওয়েবডেস্ক: এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল অসমে কর্মরত সেনা অফিসারের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
নির্যাতিতার অভিযোগ, একটি অপরাধ মামলায় তাঁর স্বামীএই মুহূর্তে জেলবন্দি। স্বামীকে জেল থেকে বার করতে হিমশিম অবস্থা তাঁর। এই পরিস্থিতিতে তাঁকে অসমে কর্মরত এক সেনা অফিসার সহায়তার আশ্বাস দেন। স্বামীকে জেল থেকে ছাড়িয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।
অভিযোগ, এরপরই ওই মহিলাকে ধর্ষণ করেন ওই সেনা অফিসার। ঘটনার পর পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে অভিযুক্ত সেনা অফিসারকে গ্রাপ্তার করেছে। অভিযুক্তের নাম মুজিবর রহমান। তিনি নিজেকে সেনা অফিসার বলে পরিচয় দিয়েছেন।
নির্যাতিতা জানিয়েছেন, কলকাতায় এসে তাঁকে নিয়ে গেস্টহাউসে উঠেছিলেন অভিযুক্ত। সেখানেই তাঁর উপর নির্যাতন করা হয়। টনার অভিঘাতে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন নির্যাতিতা।
