আজকাল ওয়েব ডেস্ক: ঘরের প্রতিটি কোণেই বাস্তু অনুযায়ী কিছু নির্দিষ্ট নিয়ম থাকে।তার থেকে ঘরের মানুষদের জীবনে খারাপ ও ভাল প্রভাব পড়ে। পজিটিভ ও নেগেটিভ শক্তি এভাবেই মানুষের জীবনকে বদলে দেয়।সব ঘরের মতোই আপনার বাড়ির স্নানাগারটিও এই বাস্তু শাস্ত্রের অন্যতম অঙ্গ।এর ব্যবহারে কিছু ভুল ত্রুটি হলে তার নেগেটিভ শক্তির প্রভাবে আপনার জীবনেও সমস্যা, বাধা বিপত্তি হতে পারে।তাই এই গুরুত্বপূর্ণ জায়গাটির সঠিক ব্যবহার প্রসঙ্গে জেনে নিন।
স্নানঘর বা বাথরুম চন্দ্রের স্থান, আবার টয়লেটে রাহুর আধিপত্য থাকে।এই দুটি একসঙ্গে থাকলে ভয়ঙ্কর বাস্তু দোষ হতে পারে।এর প্রভাবে পারস্পরিক মনোমালিন্য, বিদ্বেষের অনুভূতি জন্মায়। পাশাপাশি দুর্ঘটনা, আঘাত ও শারীরিক ক্ষতিও হতে পারে।হতে পারে আর্থিক লোকসানও।বাড়ির ইশান ও দক্ষিণ দিকে বাথরুম বানানো উচিত।বাড়িতে বাথরুম তৈরির সময় এই ধরণের নিয়মগুলো সম্পর্কে ওয়াকিবহাল হওয়া উচিত।
কালো, ধূসর ও বেগুনী রঙের মগ ও বালতি ভুলেও বাথরুমে রাখতে নেই। বাথরুমের বাস্তু দোষ দূর করার জন্য নীল রঙের মগ ও বালতি ব্যবহার করুন। অবশ্যই খেয়াল রাখবেন যে বালতি যেন কখনও খালি না থাকে।জল সবসময় ভরে রাখুন।ফুটো ও ফাটা বালতিও নেগেটিভ এনার্জি বয়ে আনতে পারে।
বাথরুমের দেওয়ালের রঙ গাঢ় নীল, হলুদ, বেগুনী বা লাল হওয়া উচিত নয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী সাদা, ক্রিম বা আকাশী নীল রঙের হওয়া উচিত বাথরুমের দেওয়াল।
বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন।নেতিবাচক শক্তির প্রবাহ সেই ক্ষেত্রে আপনার ঘরে প্রবেশ করবে না।শাস্ত্র মতে কোমোড সব সময় এমন দিকে রাখা উচিত, যাতে তা ব্যবহারের সময় ব্যক্তির মুখ বাড়ির উত্তর বা দক্ষিণ দিকে থাকে।এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে।
বাথরুমে ইন্ডোর প্লান্ট রাখুন। এতে বাথরুমের লুক যেমন সতেজ থাকবে তেমনি বাস্তুশাস্ত্রমতে বাথরুমেও পজিটিভ এনার্জি বজায় থাকবে।একটি কাচের শিশিতে মানি প্লান্ট রাখতে পারেন।
