আজকাল ওয়েবডেস্ক: সম্পর্ক এবং যৌনতা নিয়ে বরাবরই খোলামেলা আলোচনায় বিশ্বাসী বর্ষীয়ান অভিনেত্রী নিনা গুপ্তা। এ বার ফের সেই নিয়ে মুখ খুললেন তিনি। অনুরাগ বসুর আগামী ছবি মেট্রো ইন দিনো-তে দেখা যেতে চলেছে নিনাকে। তার আগেই ফের একবার নিজের মন্তব্যে ঝড় তুললেন অভিনেত্রী।

ঠিক কী বলেছেন অভিনেত্রী? সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বয়স্ক নারী এবং তাঁদের যৌন অভিব্যক্তির স্বাধীনতা নিয়ে কথা বলছিলেন নিনা। তিনি বলেন, “ভেবো না যে ৬০ বা ৭০ পেরিয়ে গেলে মানুষের রোম্যান্স করার ইচ্ছে জাগে না। বিশেষ করে আমরা ভারতীয় নারীরা এটা ভেবে নিই যে এই বুঝি সব শেষ হয়ে গেল। ৪০ পেরোলেই যেন সব শেষ।” কিন্তু এই ভাবনা মোটেও ঠিক নয় বলেই মত নিনার। তাঁর দাবি, “এখন তো আমি দেখি মধ্যবয়স্ক মহিলারা জিমে যান, ফিট থাকতে চান। তাই ইচ্ছেটা থাকা চাই। ইচ্ছে থাকলেই জেল্লা আসে চেহারায়।”

নিনার সাফ কথা, বহু পুরুষই বেশি বয়সেও রোম্যান্স খুঁজে নেন। কিন্তু মহিলারা লোকচক্ষুর অন্তরালে থাকেন। তাঁর দাবি, মহিলারাও স্বপ্ন দেখেন। বেশি বয়সে হলেও দেখেন। নিনার আশা ক্রমশ মধ্যবয়স্ক নারীদের মধ্যে এই চাহিদা আরও বাড়বে এবং আরও বেশি সংখ্যক মহিলা সঙ্কোচ ভুলে নিজেদের মনের কথা প্রকাশ করবেন।