আজকাল ওয়েব ডেস্ক: প্রচণ্ড কাজের চাপ, মানসিক অশান্তি,রাত জাগার অভ্যাস থেকে শুরু করে সারাদিন রাত ফোনে মুখ গুঁজে বসে থাকা। সবেতেই আপনার চোখকে অনেকখানি চাপ নিতে হয়। ফলে দিনের পর দিন চোখের নীচে কালি পড়তে থাকে। নানা কারণে চাপের ফলে চোখের আশপাশে যে কোষ আছে, তা ক্ষতিগ্রস্ত হয়।

ধূমপানও এর কারণ হতে পারে।চোখের চার ধারে ত্বক পাতলা হলে চোখের চারপাশে ফ্যাটি টিস্যুর পরিমাণ কমে গেলেও চোখে কালি পড়ে।আয়রনের ঘাটতি থেকে যদি অ্যানিমিয়া হয় বা থাইরয়েডের কারণেও এমন হতে পারে।

চামড়া কুঁচকে দাগ ছোপ হলে চোখের উজ্জ্বলতা কমে যায়। আপনার সৌন্দর্য্যের আসল আকর্ষনের জায়গাটি নষ্ট হয়ে গেলে মন খারাপ হয়ে যায়।অনেকেই চোখের তলার এই কালচে দাগ তুলতে বাজারচলতি নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু সেই সব প্রসাধনী যে সকলের ক্ষেত্রে একই রকম ফল দেয়, তা কিন্তু নয়।

ঘরোয়া উপায়েও চোখের নীচের কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন। জানেন কী?

এই মিশ্রণটি তৈরী করতে আপনার প্রয়োজন শুধুমাত্র এক চামচ নারকেল তেল ও দুই চামচ অ্যালোভেরা জেল। উভয়কেই খুব ভাল করে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন।

প্যাকটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে দিতে হবে।চোখের চারপাশে এবং আলতো করে নীচে থেকে উপরে ম্যাসাজ করুন।

একটি কৌটোয় মিশ্রণটি ঢেলে রাখতে পারেন সাত থেকে দশদিন।ফ্রিজ বা ঘরে যেকোন জায়গায়ই রাখা যায়। রোজ ব্যবহারে চোখের চারপাশের কালো ভাব চলে গিয়ে চোখ হয়ে উঠবে উজ্জ্বল এবং ত্বক হবে টানটান।

 তাছাড়া রোজের খাবারে ভাত, রুটি, সবুজ শাকসব্জি, ফল, দুধ, মাছ, মাংস বা ডিমের মতো স্বাস্থ্যকর খাবার রাখুন। শরীরে জলের অভাব হলেও চোখের নিচে কালি পড়ে। প্রচুর জল খান।তবেই ত্বক ফিরে পাবে তার হারানো ঔজ্জ্বল্য।