আজকাল ওয়েবডেস্কঃ রাহুর অবস্থান কুষ্ঠিতে খারাপ ভাবে থাকলে জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। সব কাজে বাধা বিপত্তি, কলহ বিবাদ এড়িয়ে চলা মুশকিল হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হল অন্ধকার এবং রাহু হল ছায়া বা ভ্রান্তি। সেই কারণে রাহু আমাদের মনে সংশয়, সন্দেহ ও আশঙ্কা তৈরি করে। বিশেষ কোনও কারণ ছাড়াই রাহুর প্রভাবে জাতকের মনে অশান্তি তৈরি হয়। এই পরিস্থিতিতে জাতক নিজেই নিজের ক্ষতি করে থাকেন। অশুভ রাহু পড়াশোনায় সমস্যা সৃষ্টি করতে পারে। পড়াশোনা শেষ হয় না। এমনকি জাতক যোগ্য হওয়া সত্ত্বেও পূর্ণ ফল লাভ করতে পারে না। খারাপ রাহু জাতককে মা-বাবার কথা শুনে চলতে দেয় না। জাতক মা-বাবার অসম্মান করে। এমন জাতক নতুন সমস্যা সৃষ্টি করতে পারে। এর ফলে ঘর-পরিবারের সুখ-শান্তি দূর হয়। কোষ্ঠীতে রাহু খারাপ হলে ব্যক্তি কুসঙ্গে জড়িয়ে পড়ে। লক্ষ্যচ্যুতি ঘটে সেই জাতকের। ভুলভাল ব্যক্তির সঙ্গে ওঠাবসা করতে ভালোবাসে তাঁরা। এর ফলে তাঁরা বদনাম পর্যন্ত হতে পারে। এই অশুভ অবস্থা থেকে মুক্তি পেতে বাড়িতে হাতের সামনেই রয়েছে কিছু সস্তার উপকরণ যা আপনাকে এই খারাপ পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে।
একটি মাটির প্রদীপে দুটি কর্পূর, এক টুকরো করে দারচিনি, লবঙ্গ ও এলাচ নিন। প্রত্যেক শনিবার এইসব উপকরণগুলো একসঙ্গে প্রদীপে দিয়ে জ্বালিয়ে দিন। ধোঁয়া বের হতে শুরু করলে সম্পূর্ণ বাড়িতে সেই ধোঁয়া ঘুরিয়ে প্রদীপসহ ছাই বাড়ির বাইরে কোথাও ফেলে দিন। ফেলে দিয়ে আর পেছনে ফিরে তাকাবেন না।
এই পদ্ধতিতে আপনার বাড়ি ও আপনার বাড়ির সকলের উপর থেকে নেগেটিভ ও রাহুর নজর মুক্ত হবে।
