মারণরোগের সঙ্গে যুঝছে গোটা পৃথিবী। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ক্রমাগত ক্যানসারকে প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের তাবড় বিজ্ঞানীরা। এরই মাঝে চিকিৎসা বিজ্ঞানে এল এক অভূতপূর্ব সাফল্য। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা এমন এক ন্যানোবট তৈরি করেছেন, যা শরীরের ভিতরে ঢুকে ক্যানসার টিউমারকে ভিতর থেকে ধ্বংস করতে পারে। যার জন্য অস্ত্রোপচার, কেমোও অথবা রেডিয়েশন কোনও কিছুরই প্রয়োজন নেই। আরও আশ্চর্যের বিষয়, কাজ শেষ হতেই এই ক্ষুদ্র রোবটগুলি নিজে থেকে গলে গিয়ে মিলিয়ে যাবে শরীরে, রেখে যায় না কোনও দাগ বা বিষাক্ত পদার্থের চিহ্ন।
গবেষকদের দাবি, এই ন্যানো রোবটগুলোকে বাইরের থেকে চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফলে চিকিৎসকরা নির্দিষ্টভাবে ক্যানসার আক্রান্ত কোষে এগুলিকে পাঠাতে পারেন, এবং সুস্থ কোষ একেবারেই অক্ষত থাকে। ন্যানোবট টিউমারে পৌঁছে ধীরে ধীরে তা ভেঙে ফেলে, তারপর শরীরের ভেতরেই এমনভাবে সম্পূর্ণরূপে জৈবভাবে ভেঙে যায় যেন কখনও অস্তিত্বই ছিল না।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রযুক্তি ‘টার্গেটেড থেরাপি’-এর নতুন দিগন্ত খুলে দিতে পারে। এখন পর্যন্ত কেমোথেরাপি বা রেডিয়েশন প্রায়শই সুস্থ কোষকেও ক্ষতিগ্রস্ত করে, ফলে রোগীর শরীরেঅত্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু এই নতুন পদ্ধতিতে এমন ঝুঁকি কার্যত নেই।
গবেষণাটি প্রকাশিত হয়েছে একাধিক আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক পত্রিকায়। যেখানে বিশেষজ্ঞরা একে ভবিষ্যতের ক্যানসার চিকিৎসার ‘গেম চেঞ্জার’ বলে আখ্যা দিয়েছেন। বর্তমানে এটি প্রাণীদেহে সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার প্রস্তুতি চলছে।
বিজ্ঞানীদের আশা, সব কিছু পরিকল্পনামাফিক চললে এই প্রযুক্তি আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তব চিকিৎসায় ব্যবহার শুরু করা যাবে। অর্থাৎ ভবিষ্যতে হয়তো ক্যানসার মানে আর কষ্টকর কেমো বা অস্ত্রোপচার নয়, বরং ক্ষুদ্র ন্যানোবটের নিঃশব্দে টিউমার ধ্বংস করা সম্ভব হবে।
