আজকাল ওয়েবডেস্ক: 'দৃষ্টিভ্রম' বা 'অপটিক্যাল ইলিউশন' আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার একটি আকর্ষণীয় উপায়। অনেকেই দাবি করেন, এই ধরনের ছবি আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিক উন্মোচিত করে। এই ধরনের ছবি আমাদের মস্তিষ্ককে এমন জিনিস দেখতে বাধ্য করে যা হয়তো সেই ছবিতে নেই। আমাদের পর্যবেক্ষণ ক্ষমতারও পরীক্ষা নেয়। এ বার তেমনই একটি ছবি ঝড় তুলেছে নেটমাধ্যমে।
ফেসবুকে 'ড্রিম' অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই অপটিক্যাল ইলিউশনটি ইন্টারনেটে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এক নজরে ছবিটি একটি সাধারণ দৃশ্যের মতো দেখাচ্ছে। সেটিতে কালো পোশাক পরা এক ব্যক্তি হাত দিয়ে টুপি তুলে ধরছেন। অন্য একজন ওই ব্যক্তির বাঁ দিকে দাঁড়িয়ে আছেন। দেখে মহিলাই মনে হচ্ছে। তবে, ছবিটির মধ্যেই লুকিয়ে আছে একটি রহস্য। আসল চ্যালেঞ্জটি হল এই ছবিটির মধ্যেই এক মহিলার ছায়াপট লুকনো রয়েছে।
চ্যালেঞ্জটি হল মাত্র এক সেকেন্ডে মহিলাটিকে খুঁজে বার করুন। শুনতে সোজা মনে হলেও প্রখর দৃষ্টিশক্তির প্রয়োজন এই ধরণের অপটিক্যাল ইলিউশন-এর সমাধানের জন্য।
কিন্তু এটি কেবল মজা করার জন্য নয়, 'অপটিক্যাল ইলিউশন' আপনার মস্তিষ্কের জন্যও উপকারী। এই ধরনের ভ্রম সমাধান করার ফলে আপনার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়। ছোট ছোট বিষয় আরও ভাল চোখে পড়বে। বিজ্ঞানীরা বলছেন, 'অপটিক্যাল ইলিউশন' মস্তিষ্ককে দ্রুত দেখা এবং বোঝার প্রশিক্ষণ দেয়। সুতরাং, এটি কেবল একটি খেলা নয় বরং মস্তিষ্কের অনুশীলনও।
খুঁজে পেয়েছেন মহিলাকে? আপনি একা নন আপনার মতো অনেকেই হয়তো তাঁকে খুঁজে পাননি। আবার অনেকে হয়তো চট করে সমাধান করে ফেলেছেন। এক কাজ করুন, যে তিনটি গাছ দেখতে পাচ্ছেন ছবিতে তার ডানদিকের গাছ দু'টির মাঝের অংশটিকে ভাল করে লক্ষ্য করুন। দেখুন তো কোনও মহিলার অবয়ব দেখতে পাচ্ছেন কি না।
